Sunday School: বাংলার এই স্কুলে রবিবার ক্লাস হয়, সোমবার থাকে ছুটি! ১০০ বছর ধরে চলছে নিয়ম

In this school of Bengal, classes are held on Sundays, Mondays are holidays

1/7: রবিবার সরকারি ছুটি। তাই ঐদিন দেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি থাকে। এটা ভারতবর্ষের নিয়ম। কিন্তু পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের এমন একটি স্কুল আছে যেখানে সোমবার থাকে সাপ্তাহিক ছুটি, আর প্রতি রবিবার ছাত্রছাত্রীরা অন্যান্য দিনের মতই স্কুলে এসে পড়াশোনা করে!

2/7: এত ভাড়ি আজব ব্যাপার! কী করে এমন হতে পারে নিশ্চয়ই ভাবছেন? তাহলে এই স্কুল নিয়ে আরও কিছু বিস্ময়কর তথ্য গোড়ায় জেনে নিন। মহাত্মা গান্ধির নেতৃত্বে ইংরেজ শাসকদের বিরুদ্ধে যখন অসহযোগ আন্দোলন চলছিল, ঠিক সেই সময় ১৯২২ সালের ৫ জানুয়ারি তৈরি হয় পূর্ব বর্ধমানের জামালপুরের গোপালপুর মুক্তকেশী বিদ্যালয়

In this school of Bengal, classes are held on Sundays, Mondays are holidays

3/7: অসহযোগ আন্দোলনের ভাবাদর্শেই এই স্কুলটি গড়ে তুলেছিলেন স্থানীয় অবিনাশচন্দ্র হালদার। শোনা যায় ইংরেজদের রবিবারের ছুটির নিয়মের বিরোধিতা করেই তিনি সোমবার স্কুল ছুটির প্রচলন করেন।

4/7: অবিনাশচন্দ্র হালদারের আরাধ্য দেবী ছিলেন মুক্তকেশী। তাঁর নামেই নিজের তৈরি স্কুলের নামকরণ করেন তিনি। সেই সময় বাঁশ, খড় দিয়ে তৈরি আটচালা ঘরে স্কুলের প্রথম পাঠন শুরু হয়েছিল। যদিও বর্তমানে পাকা বিল্ডিংয়েই স্কুলের ক্লাস হয়। শোনা যায়, বাংলা ভাষার প্রসার এবং ইংরেজদের বিরোধিতা করবেন বলে অবিনাশবাবু প্রথমদিকে স্কুলে ইংরেজি পড়ানো নিষেধ করেন। তার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথমে গোপালপুর মুক্তকেশী বিদ্যালয়কে অনুমোদন দেয়নি। তবুও বহু ছাত্র-ছাত্রী ধীরে ধীরে এই স্কুলে ভর্তি হয়।

5/7: অবিনাশচন্দ্র হালদারের তৈরি করে দেওয়া নিয়ম মেনেই আজও চলে আসছে এই স্কুল। সেই কারণেই আজও রবিবার স্কুল খোলা থাকে। অন্যান্য দিনের মত শিক্ষকরা এসে ছাত্র-ছাত্রীদের ক্লাস নেন। এর বদলে সোমবার বন্ধ থাকে স্কুলের পঠন পাঠন।

6/7: এই বছর শতবর্ষ পূর্ণ করে ফেলেছে গোপালপুর মুক্তকেশী বিদ্যালয়। জামালপুরের এই স্কুলে ১০০ বছর ধরেই এই সকল নিয়ম চলে আসছে। স্কুল কমিটি, শিক্ষক, গ্রামবাসীর সকলে জোর গলায় জানান তাঁরা এই নিয়ম আগামী দিনেও বজায় রাখতে চান।

7/7: কারণ প্রতিষ্ঠাতা অবিনাশচন্দ্র হালদার যে ভাবনা থেকে এই স্কুল শুরু করেছিলেন তা হঠাৎ থেমে যাক চান না কেউই। তবে শুধু জামালপুরের গোপালপুর মুক্তকেশী বিদ্যালয় নয়, রাজ্যের আরও বেশ কিছু স্কুল আছে যেখানে রবিবার ছুটি থাকে না।

গুরুত্বপূর্ণ লিংক:  👇👇👇👇

কাজকর্ম WhatsApp গ্রুপ Join Now
✅ Telegram Channel Join Now

Join Kajkarmo Telegram.jpeg

🔥 আরো গুরুত্বপূর্ন আপডেট-👇👇