আয়কর দপ্তরে ডিরেক্টর সহ বিভিন্ন পদে চাকরি, 28 ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে

Income Tax Department Director including various posts recruitment 2023

কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স দপ্তরে ডিরেক্টর সহ মোট তিন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানকার সব পোস্ট গুলিই গ্রুপ এ ধরনের পোস্ট। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- DGIT(S)/ADG(S)-5/EDP/Dept./2022-23

যে পদে নিয়োগ করা হবে

1. ডিরেক্টর / Director (Systems)

শূন্যপদ- 4 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের Computer Science or Information Technology তে মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে। সাথে 12 বছরের কাজের অভিজ্ঞতা এবং সরকারি কর্মচারী হয়ে থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 56 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- মাসিক 131100 – 216600 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।

2. ডেপুটি ডিরেক্টর / Deputy Director (Systems)

শূন্যপদ- 7 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের Computer Science or Information Technology তে মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে। সাথে 5 বছরের কাজের অভিজ্ঞতা এবং সরকারি কর্মচারী হয়ে থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 56 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- মাসিক 15600 – 39100 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।

3. অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর / Assistant Director (Systems)

শূন্যপদ- 6 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের Computer Science or Information Technology তে মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে। সাথে 2 বছরের কাজের অভিজ্ঞতা এবং সরকারি কর্মচারী হয়ে থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 56 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- মাসিক 15600 – 39100 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অফলাইনে। এর জন্য নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের 6 নং পাতা থেকে আবেদনপত্রটি শুরু হয়েছে।

সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের দুই কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।

আবেদন জমা দেওয়ার ঠিকানা

the Directorate of Income Tax (Systems),
Central Board of Direct Taxes, Ground Floor, E2, ARA Center, Jhandewalan Ext., New Delhi – 110 055.

আবেদনের সময়সীমা

28/12/ 2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 বিদ্যুৎ সংস্থায় প্রোজেক্ট কো অর্ডিনেটর নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ

👉 স্বাস্থ্য পরিষেবা দপ্তরে অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে চাকরি, 30 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে

👉 ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে চাকরির বিজ্ঞপ্তি, 15 হাজার টাকা মাসিক বেতন

👉 ন্যাশনাল ফার্টিলাইজার সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, 01 ডিসেম্বর অবধি আবেদন চলবে

👉 রাজ্যের কলেজে ক্লার্ক সহ বিভিন্ন পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ

Previous articleরাজ্যের ২৫৩ টি B.Ed কলেজ বাতিল, এই নিয়ে কী বললেন শিক্ষামন্ত্রী?
Next articleফুড সেফটি অথোরিটিতে চাকরির বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here