ভারতীয় আয়কর বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, মাসিক বেতন 40 হাজার টাকা | Income Tax Department Recruitment 2023

Income Tax Department Recruitment 2023

কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ফিনান্সের অধীনস্থ ইনকাম ট্যাক্স দফতরে ইয়ং প্রফেশনাল নিয়োগ করা হবে। এক বছরের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের বিভাগীয় কাজে সর্বোতভাবে সহায়তা করতে হবে। রাজ্যের সমস্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- Pr.CCIT/WBS/Admn/DC/Gen/YPS/2023-24/

যে পদে নিয়োগ হবে

ইয়ং প্রফেশনাল / Young Professional

শূন্যপদ

এখানে মোট 4 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ল নিয়ে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। অথবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলেও আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে নূন্যতম 50% নম্বর পেতেই হবে প্রার্থীদের।

বয়সসীমা

সর্বোচ্চ 35 বছর বয়স পর্যন্ত সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন যোগ্য।

মাসিক বেতন

নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক 40,000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

স্ক্রিনিং এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

নিয়োগের সময়সীমা

1 বছরের চুক্তিতে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান

কলকাতাতেই প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে, 4 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।

সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।  অথবা, ফিলাপ করা আবেদনপত্রটি প্রয়োজনীয় নথি সংযুক্ত করে ইমেলেও পাঠানো যেতে পারে।

আবেদন পাঠাবার ঠিকানা

Office Of The Principal Chief Commissioner Of Income Tax, West
Bengal & Sikkim, Aayakar Bhawan, P-7, Chowringhee Square, Kolkata – 700 069

ইমেল পাঠানোর ঠিকানা

[email protected]

গুরুত্বপূর্ণ তারিখ

10/09/2023 তারিখের 03:00 PM এর মধ্যে এখানে অফলাইনে আবেদন করে ফেলতে হবে ইচ্ছুক প্রার্থীদের।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 BECIL এ গ্রুপ-C DEO পদের চাকরি, মাসিক বেতন 17 হাজার 498 টাকা 

👉 রাজ্যে উচ্চ মাধ্যমিক পাশে ভলেন্টিয়ার পদে চাকরি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 SAIL এর হাত ধরে রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি, বেকার ছেলে মেয়েদের চাকরির সুযোগ

👉 ECIL এ ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

👉 রেলের কোচ ফ্যাক্টরিতে চাকরি ২০২৩, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন চলছে

Previous articleBECIL এ গ্রুপ-C DEO পদের চাকরি, মাসিক বেতন 17 হাজার 498 টাকা | BECIL DEO Recruitment 2023
Next articleরাজ্যে CMOH এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here