ভারতীয় পোস্ট অফিসে মাল্টি টাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে নিয়োগ, 9 ডিসেম্বর অবধি আবেদন চলবে

India Post office MTS and various posts Recruitment 2023

কেন্দ্রীয় সরকারের পোস্টাল ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ করা হবে। এখানে বিভিন্ন ধরণের শূন্যপদ রয়েছে। এখানকার সমস্ত পোস্ট গুলিই গ্রুপ সি ধরণের। মেধাবী স্পোর্টস ব্যক্তিরাই এই পোস্টগুলিতে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। আরও বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- W-17/55/2022-SPN-I

নোটিশ প্রকাশের তারিখ- 08.11.2023

যে পদে নিয়োগ করা হবে

1. পোস্টাল অ্যাসিস্ট্যান্ট / Postal Assistant

শূন্যপদ- 598 টি শূন্যপদ আছে এখানে।

যোগ্যতা- গ্র্যাজুয়েশনের সাথে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে।

2. সর্টিং অ্যাসিস্ট্যান্ট / Sorting Assistant

শূন্যপদ- 143 টি শূন্যপদ আছে এখানে।

যোগ্যতা- গ্র্যাজুয়েশনের সাথে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে।

3. পোস্ট ম্যান এবং মেল গার্ড / Postman and Mail Guard

শূন্যপদ- 587 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশের সাথে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে।

4. মাল্টি টাস্কিং স্টাফ / MTS

শূন্যপদ- 570 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা- মাধ্যমিক পাশের সাথে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

18 থেকে 27 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতন

পদ অনুয়ায়ী লেভেল 1 থেকে লেভেল 4 পর্যন্ত বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

স্পোর্টস কোটার মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে https://indiapostgdsonIine.gov.in/ ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে।

এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য দিয়ে, আবেদনপত্রের ফর্মটি সাবমিট করে দিতে হবে।

আবেদন মূল্য

মহিলা এবং SC / ST/ PwBD প্রার্থীদের জন্য কোনো আবেদন মূল্য নেই, তবে GEN / OBC / EWS পুরুষ প্রার্থীদের 100 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

আবেদনের তারিখ

09/12/2023 এখানে আবেদন পাঠাবার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যে CMOH অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি! মাসিক বেতন ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অনেকগুলি পদে চাকরির বিজ্ঞপ্তি, 19 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে

👉 পশ্চিমবঙ্গে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি, 30 হাজার টাকা মাসিক বেতন

👉 চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো, 50 হাজার টাকা মাসিক বেতন

👉 কৃষি গবেষণা প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

Previous articlePrimary Recruitment Scam: পশ্চিমবঙ্গের এই দুই জেলায় সবথেকে বেশি চাকরি বাতিল
Next articleকো-অপারেটিভ ব্যাঙ্কে অনেকগুলি পদে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, 42 হাজার 900 টাকা মাসিক বেতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here