ইন্টারভিউয়ের মাধ্যমে ভারতীয় কৃষি বিভাগে DEO পদে চাকরি, 15 হাজার টাকা মাসিক বেতন

Indian Agriculture Department DEO recruitment 2023

ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের কালিম্পং শাখাতে একটি রিসার্চ প্রোজেক্টের জন্য ডাটা এন্ট্রি অপারেটর(DEO) শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রাজ্যের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। এই নিয়োগটি চুক্তির ভিত্তিতে হবে। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- F/166 (DST) 2023-24/31

নোটিশ প্রকাশ- 14/10/23

যে পদে নিয়োগ হবে

ফিল্ড অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর / Field Assistant Cum Data Entry Operator (DEO)

শূন্যপদ

এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

1. গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

2. সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

3. বাংলা অথবা নেপালি ভাষা জানতে হবে।

বয়সসীমা

সর্বোচ্চ 35 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

মাসিক 15,000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

এখানের পদটির জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না। ইচ্ছুক প্রার্থীদের অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে 3 নং পাতায় থাকা আবেদনপত্র টি পূরণ করে সাথে নিজেদের সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ওয়াক ইন টেস্ট দিতে যেতে হবে।

ইন্টারভিউয়ের দিন এবং সময়

02/11/2র023 তারিখের, সকাল 10.00 টা থেকে ইন্টারভিউ নেওয়া হবে।

ইন্টারভিউয়ের ঠিকানা

Training Hall, ICAR-IARI Regional Station, Kalimpong, West Bengal

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 IACS এ গ্রুপ-এ, গ্রুপ-বি, গ্রুপ-সি নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরি

👉 AIIMS এ গ্রুপ-সি পদে চাকরি! মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 ESIC তে অনেকগুলি পদে চাকরির বিজ্ঞপ্তি, 30 অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন চলবে

👉 ICMR এ গ্রুপ-সি চাকরির বিজ্ঞপ্তি! শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

Previous articleকেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে গ্রুপ-সি সহ বিভিন্ন পদে চাকরি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
Next articleগার্ডেন রিচ শিপবিল্ডারসে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here