ভারতের বায়ু সেনায় অগ্নিবীরবায়ু পদে চাকরি, খুব তাড়াতাড়ি আবেদন করতে হবে | Indian Air Force Agniveervayu Recruitment 2023

Indian Air Force Agniveervayu Recruitment 2023

ভারতীয় নৌসেনাতে অগ্নিপথ স্কিমের অধীনে অগ্নিবীরবায়ু পদে স্পোর্টস কোটায় প্রার্থী নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে। কেবলমাত্র অবিবাহিত ভারতীয় পুরুষরাই এখানে আবেদন করতে পারবেন। চার বছরের চুক্তিতে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের। আবেদন করার আগে নিয়োগের বিষয়ে বিস্তারিত জেনে নিন।

যে পদে নিয়োগ হবে

অগ্নিবীরবায়ু / AGNIVEERVAYU (Sports)

শূন্যপদ

বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। 

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করার জন্য Mathematics, Physics and English সহ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। অথবা, তিন বছরের ডিপ্লোমা করে থাকতে হবে Mechanical / Electrical / Electronics / Automobile / Computer Science / Instrumentation Technology / Information Technology তে।

অথবা, 50% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
এছাড়া, প্রার্থীকে অবিবাহিত হতে হবে এবং 152.5 cms উচ্চতা থাকতে হবে।
সাথে স্পোর্টসে প্রাইজ পেয়ে থাকতে হবে।

বয়সসীমা

সর্বোচ্চ 21 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। জন্ম হতে হবে 27 June 2002 থেকে 27 December 2005 তারিখের মধ্যে।

বেতন এর পরিমান

চার বছরের মেয়াদে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথম বছরে 21,000 টাকা, দ্বিতীয় বছরে 23,000 টাকা, তৃতীয় বছরে 25,500 টাকা এবং চতুর্থ বছরে 28,000 টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও চার বছর পরে এককালীন 10.04 লক্ষ টাকা দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

স্পোর্টস দক্ষতা এবং ফিজিক্যাল ফিটনেস দেখে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

https://agnipathvayu.cdac.in ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। এর 14 নং পাতায় আবেদন পত্রটি রয়েছে। আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে ফিলাপ করে নিয়ে তার সাথে ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জুড়ে দিয়ে স্ক্যান করে একটি পিডিএফ বানিয়ে মেল করতে হবে নীচের মেল আইডিতে।

নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশ এবং আবেদন করার ফর্ম ডাউনলোড করতে পারবেন। 

আবেদনপত্র জমার মেল আইডি 

[email protected]

আবেদনের সময়সীমা

05/05/2023 তারিখের মধ্যে এখানে মেল পাঠিয়ে আবেদন করে ফেলতে হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

Previous articleদীর্ঘ দিন পর রাজ্যের মাদ্রাসা গুলিতে গ্রুপ-ডি, ক্লার্ক, শিক্ষক নিয়োগ! অফিসিয়াল গ্যাজেট প্রকাশিত হলো
Next articleকেন্দ্রীয় NTPC-তে চাকরি, শতাধিক শূন্যপদে লোক নিয়োগ | NTPC Recruitment 2023 (Apply Now)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here