যারা কেন্দ্র সরকারের গ্রুপ-C চাকরি করতে চাই তাদের জন্য দারুন আপডেট। ইন্ডিয়ান আর্মি ক্যাম্পে গ্রুপ-C সিভিলিয়ান বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ এবং অন্যান্য কিছু যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। আরো জানিয়ে রাখি, এটি অল ইন্ডিয়ান চাকরির ভ্যাকান্সি। যেকারনে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকেও চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে।
গ্রুপ-C সিভিলিয়ান এর ঠিক কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, মাসিক বেতন কত দেওয়া হবে, শুন্যপদ কয়টি রয়েছে আর ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন করতে পারবে সমস্ত কিছুই জানানো হল।
যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ
(1) MTS সাফাইওয়ালা (MTS- Safaiwala)
(2) ওয়াশারম্যান (Washerman)
(3) মেস ওয়েটার (Mess Waiter)
(4) মাসালচি (Masalchi)
(5) রাধুনি (Cook)
(6) হাউস কিপার (House Keeper)
(7) বার্বার (Barber)
শিক্ষাগত যোগ্যতা, শুন্যপদ এবং নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নাম- MTS সাফাইওয়ালা
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। উক্ত কাজের জ্ঞান থাকতে হবে এবং এক বছরের কাজের অভিজ্ঞতা।
শুন্যপদ- 10 টি (UR-6, EWS-1, SC-3)
(2) পদের নাম- ওয়াশারম্যান
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। মিলিটারি এবং সিভিলিয়ান পোশাক কাচতে পারতে হবে।
শুন্যপদ- 3 টি (SC-2, OBC-1)
(3) পদের নাম- মেস ওয়েটার
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে সেইসাথে উক্ত ট্রেডে কাজ করার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 6 টি (UR)
(4) পদের নাম- মাসালচি
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে এবং মাসালচি ট্রেডে কাজের ডিউটি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
শুন্যপদ- 2 টি (UR-1, OBC-1)
(5) পদের নাম- রাধুনি
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। সেইসাথে ভারতীয় খাবার রান্নার ট্রেডে পারদর্শী হতে হবে।
শুন্যপদ- 16 টি (UR-5, EWS-2, SC-4, OBC-5)
(6) পদের নাম- হাউস কিপার
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে।
শুন্যপদ- 2 টি (SC-1, OBC-1)
(7) পদের নাম- বার্বার
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে এবং বার্বার ট্রেডে কাজের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 2 টি (UR-1, OBC-1)
বেতনঃ সমস্ত পদের ক্ষেত্রে প্রতি মাসে 5,200 – 20,200 টাকা বেতন দেওয়া হবে। সেইসাথে গ্রেড পে 1800 টাকা।
বয়সসীমাঃ প্রতিটি পদের জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে। এক্ষেত্রে বিভিন্ন শ্রেনিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবে।
নিয়োগ প্রক্রিয়াঃ লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিকাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
অফলাইনে ফর্ম ফিল আপ এবং জমা দিয়ে আবেদন করতে হবে। আবেদন করার ফর্মটি অফিসিয়াল নোটিশেই দেওয়া রয়েছে। তাই প্রার্থীকে প্রথমে নোটিশটি ডাউনলোড করতে হবে। তারপর নোটিশ থেকে আবেদন করার ফর্মটি A4 পেজে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করা হলে ফর্মটি সঠিকভাবে পূরন করতে হবে। এরপর ফর্মের সাথে দরকারি নথিপত্রের জেরক্স জুড়ে দিয়ে একটি খামে ভরতে হবে। সবশেষে আবেদনপত্রের ঐ খামটি নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
> আবেদনকারীর সুবিধার জন্য আবেদনের ফর্ম ডাউনলোড করার লিংকটি নিচে আলাদা করে দেওয়া হয়েছে।
আবেদনপত্র পাঠাবার ঠিকানাঃ OC, 412 MC/MF Det, Hazrat Nizamuddin Railway Station – 110013.
আবেদন করার শেষ তারিখঃ 18 ফেব্রুয়ারি 2022 তারিখের মধ্যে আবেদনপত্র উপরের ঠিকানায় পৌছে বা পাঠিয়ে দিতে হবে।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- কেন্দ্রের গ্রুপ-সি চাকরিতে নিয়োগ
- ভারতীয় ডিফেন্সে গ্রুপ-C সিভিলিয়ান নিয়োগ
- রাজ্যের কলেজে অশিক্ষক কর্মী নিয়োগ