রাজ্যে আর্মি বিভাগে ক্লার্ক পদে চাকরি, 3 আগস্টের মধ্যে আবেদন করুন

indian-army-clerk-recruitment-2023

আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতা (এআইএমকে), আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি (এডব্লিউইএস), নয়াদিল্লি, দ্বারা 1997 সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি দেশের একটি জনপ্রিয় বি-স্কুল।

এটি AICTE এবং MAKAUT– দ্বারা অনুমোদিত। এখানে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগটি চুক্তির ভিত্তিতে হবে। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নোটিশ প্রকাশ- 15/07/2023

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদের জন্য কাজ করতে হবে

লোয়ার ডিভিশন ক্লার্ক / LDC cum Typist

শূন্যপদ

1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

নূন্যতম গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সাথে, কম্পিউটার স্কিল থাকতে হবে। 40 wpm টাইপিং স্পিড থাকতে হবে। পাশাপাশি 3 বছরের কাজের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে। বাংলা, হিন্দি, ইংরেজি বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে।

বয়সসীমা

53 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম

AWES পলিসি অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি 

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে।

নিয়োগের সময়সীমা 

মোট 3 বছরের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি 

এখানে অফলাইনে আবেদন করতে হবে। নীচের লিঙ্কটি থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। 3 নং পাতায় আবেদন পত্রটি রয়েছে। সেটিকে প্রিন্ট করিয়ে, ফিলাপ করে নিতে হবে। এরপর একটি সাদা কাগজে নিজেদের সিভি লিখে, তা ফর্মের সাথে জুড়ে দিতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় সার্টিফিকেটের কপি একসাথে সংযুক্ত করে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়। পাশাপাশি সিভিতে জুড়ে দিতে হবে একটি রঙীন পাসপোর্ট সাইজের ছবি।

আবেদন পাঠাবার ঠিকানা

The Director
Army Institute of Management, Kolkata
Plot No III B/11, Action Area III
Major Arterial Road
New Town, Rajarhat, Kolkata-700027.
তবে, প্রার্থীরা চাইলে এখানে একই ভাবে ইমেলের মাধ্যমেও আবেদন করতে পারেন।
ইমেল আইডি – [email protected]

আবেদনের তারিখ

03/08/2023 তারিখের মধ্যে এখানে আবেদন পাঠিয়ে ফেলতে হবে প্রার্থীদের।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleযাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, 20 হাজার টাকা মাসিক বেতন | Jadavpur University Recruitment 2023
Next articleরাজ্যে কোন দফতরে কত জন চাকরি করছেন জানতে চাইলো নবান্ন, রইলো বিস্তারিত আপডেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here