ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Defence)-এর তরফ থেকে চাকরির শুন্যপদের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ার আর্মির গ্রুপ-C এবং গ্রুপ-D বিভিন্ন পদে এই নিয়োগ করা হবে।
অনেকেই মাঝে মধ্যে আমাদের মেসেজ করে জানায়- স্যার, আর্মির গ্রুপ-C অথবা গ্রুপ-D চাকরির নোটিশ বেরোলে জানাবেন। তাদের জন্য আজকের এই চাকরির দারুন আপডেট।
আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আবেদন করার আগে নিয়োগের বিষয়ে বেশ কিছু তথ্য জেনে নিতে হবে। এগুলি আমরা নিচে এক এক করে বিস্তারে জানিয়েছি। আবেদন করার আগে জেনে নিন।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
বেতন- পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 5200 – 20,200 টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18-25 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। কম্পিউটারে প্রতি মিনিটে 35 টি শব্দ অথবা হিন্দিতে প্রতি মিনিটে 30 টি শব্দ টাইপ করতে পারতে হবে।
শুন্যপদ- 1 টি
(2) পদের নাম- বুট মেকার
বেতন- পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 5200 – 20,200 টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18-25 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে। সেইসাথে সব ধরনের ক্যানভাস, টেক্সটাইল এবং লেদার রিপেয়ার, বুট রিপেয়ার করতে পারতে হবে।
শুন্যপদ- 2 টি
(3) পদের নাম- রাঁধুনি (Cook)
বেতন- পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 5200 – 20,200 টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18-25 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে এবং ভারতীয় খাবার রান্না করতে এবং উক্ত ট্রেডে দক্ষ হতে হবে।
শুন্যপদ- 9 টি
(4) পদের নাম- টেইলর
বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 5,200 – 20,200 টাকা, সেইসাথে 1800 টাকার গ্রেড পে।
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18-25 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং টেইলরিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(5) পদের নাম- মালি
বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 5,200 – 20,200 টাকা, সেইসাথে 1800 টাকার গ্রেড পে।
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18-25 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। উক্ত ট্রেডের ডিউটি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, সেইসাথে ১ বছরের কাজের অভিজ্ঞতা।
শুন্যপদ- 1 টি
(6) পদের নাম- বার্বার
বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 5,200 – 20,200 টাকা, সেইসাথে 1800 টাকার গ্রেড পে।
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18-25 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। উক্ত ট্রেডের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 6 টি
(7) পদের নাম- ওয়াশারম্যান
বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 5,200 – 20,200 টাকা, সেইসাথে 1800 টাকার গ্রেড পে।
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18-25 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে। সেইসাথে মিলিটারি এবং সিভিলিয়ান পোশাক ঠিকভাবে কাচতে পারতে হবে।
শুন্যপদ- 6 টি
(8) পদের নাম- সাফাইওয়ালা
বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 5,200 – 20,200 টাকা, সেইসাথে 1800 টাকার গ্রেড পে।
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18-25 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। উক্ত ট্রেডের ডিউটি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, সেইসাথে ১ বছরের কাজের অভিজ্ঞতা।
শুন্যপদ- 1 টি
নিয়োগ প্রক্রিয়াঃ
লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
আবেদন করতে হবে অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার মাধ্যমে। আবেদন করার ফর্মটি আমাদের এই পেজের নিচের দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।
ফর্ম ডাউনলোড করার পর A4 পেজে প্রিন্ট করতে হবে। তারপর ফর্মটি আবেদনকারীকে তার তথ্য দিয়ে সঠিকভাবে পূরন করতে হবে।
ফর্ম পূরন করার পর ফর্মের সাথে প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে। এরপর সমস্ত কাগজগুলিকে একসাথে একটি খামে ভরতে হবে। আবেদনপত্র সহ খামটি নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিলেই আবেদন করার প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
Rajput Regimental Centre, Fatehgarh (UP)- 209601.
আবেদনের শেষ তারিখঃ 30.05.2022
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-