২০২৩ সালে এই প্রথম ইন্ডিয়ান আর্মিতে গ্রুপ সি (Indian Army Group C) বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। আপনি যদি পড়াশোনা শেষ করে বেকার হয়ে বসে থাকেন তাহলে মাধ্যমিক পাসের (Madhyamik Pass) সাথে দরকারি কিছু যোগ্যতায় এই সমস্ত পদের চাকরির জন্য আবেদন করতে পারবেন।
এখানে অনেকগুলি পদের জন্য ভালো সংখ্যক শূন্যপদ রয়েছে। তাই অনেক চাকরিপ্রার্থীর জন্য এটি চাকরি পাওয়ার ভালো একটি সুযোগ হতে পারে। আপনিও যদি এই সুযোগকে কাজে লাগিয়ে চাকরি পেতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে।
কিভাবে আবেদন করবেন, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, পদ অনুযায়ী বেতন কত দেওয়া হবে, কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে ইত্যাদি সম্পর্কে আগে নিচে থেকে জেনে নিন তারপরে আবেদন করুন।
Indian Army Group C Recruitment 2023
যে সমস্ত পদে নিয়োগ করা হবে:
(1) MTS সাফাই ওয়ালা (MTS Safaiwala)
(2) MTS মেসেঞ্জার (MTS Messenger)
(3) মেস ওয়েটার (Mess Waiter)
(4) বারবার (Barber)
(5) ওয়াশারম্যান (Washerman)
(6) মশালচি (Masalchi)
(7) কুকস (Cooks)
চাকরির মাসিক বেতন:
1 থেকে 6 নম্বর পদের জন্য প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 থেকে 56 হাজার 900 টাকা বেতন দেওয়া হবে।
7 নম্বর পদের ক্ষেত্রে প্রতি মাসে পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900 থেকে 63,200 টাকা বেতন দেওয়া হবে।
আবেদন করার জন্য বয়স সীমা:
সমস্ত পদের ক্ষেত্রেই আবেদন করার জন্য আবেদনকারী চাকরি প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণী অর্থাৎ SC, ST, OBC শ্রেণীরা সরকারের নিয়ম অনুযায়ী পাঁচ এবং তিন বছরের ছাড় পাবে।
পোস্ট অনুযায়ী শূন্য পদ:
(1) MTS সাফাই ওয়ালা- 28 টি
(2) MTS মেসেঞ্জার- 3 টি
(3) মেস ওয়েটার- 22 টি
(4) বারবার- 9 টি
(5) ওয়াশারম্যান- 11 টি
(6) মশালচি- 11 টি
(7) কুকস- 51 টি
ST, SC, OBC, PWD, ESM ইত্যাদি শ্রেণীদের জন্য শূন্য পদের বিন্যাস অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ছকের আকারে দেওয়া রয়েছে। নিচের লিংক থেকে ডাউনলোড করে এটি বিস্তারিত দেখে নিন।
চাকরির আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা:
(1) MTS সাফাই ওয়ালা- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং এক বছরের কাজের অভিজ্ঞতা সহ উক্ত কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
(2) MTS মেসেঞ্জার- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং এক বছরের কাজের অভিজ্ঞতা সহ উক্ত কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
(3) মেস ওয়েটার- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং এক বছরের কাজের অভিজ্ঞতা সহ উক্ত কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
(4) বারবার- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং এক বছরের কাজের অভিজ্ঞতা সহ উক্ত কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
(5) ওয়াশারম্যান- সরকারি স্বীকৃতি প্রাপ্ত যে কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং সেই সঙ্গে মিলিটারি অথবা সিভিলিয়ান পোশাক পরিস্কার করার দক্ষতা থাকতে হবে।
(6) মশালচি- মাধ্যমিক পাস হতে হবে এবং উক্ত কাজের ডিউটি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
(7) কুকস- স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং ভারতীয় খাবার রান্না করতে পারতে হবে এবং উক্ত ট্রেডের দক্ষতা থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
Written/ Practical/ Trade Test- টেস্টের মাধ্যমে আবেদনকারী চাকরিপ্রার্থীদের মধ্য থেকে উপযুক্ত প্রার্থী বাছাই করে নির্দিষ্ট পদের চাকরিতে লোক নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
আবেদনকারীদের সুবিধার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতেই আবেদন করার একটি ফর্ম (Application Format) দেওয়া আছে।
তাই আবেদন করতে হলে প্রথমেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মোবাইল অথবা কম্পিউটারে ডাউনলোড করতে হবে। আমাদের এই পেজের নিচেই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার অফিসিয়াল লিঙ্ক দেওয়া রয়েছে। ওখানে ক্লিক করলেই ফর্ম ডাউনলোড করতে পারবেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি তথা আবেদন করা ফরমটি ডাউনলোড করার পর আর সাইজের কাগজে সেটি প্রিন্ট করতে হবে। তারপর সেটি সঠিকভাবে ফিলাপ করে দরকারি কিছু ডকুমেন্টস এর জেরক্স ফর্মের সাথে জুড়ে দিতে হবে।
সবশেষে আবেদন করার ফর্ম সহ সমস্ত ডকুমেন্টস গুলিকে একসঙ্গে পিন আপ করে একটি খামের মধ্যে ভর্তি হবে এবং খামের উপর লিখতে হবে ‘Application For The Post Of…………, “Category………….”
আবেদনপত্র যে ঠিকানাতে পাঠাতে হবে:
Group Commander, HQ 22 Movement Control Group, Pin- 900328, c/o 99 APO.
আবেদনের শেষ তারিখ:
03.03.2023 অর্থাৎ ৩ মার্চ ২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র উপরের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
✅ WHATSAPP GROUP: Click Here
✅ TELEGRAM GROUP: Click Here
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
অফিসিয়াল নোটিশ: Download
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- পশ্চিমবঙ্গে লাইব্রেরিয়ান পদে চাকরি
- ডিএ নিয়ে সরকারি কর্মীদের চরম হুশিয়ারি মমতা সরকারের
- রাজ্যের জাস্টিস বোর্ডে গ্রুপ-C পদে চাকরি