ইন্ডিয়ান আর্মির গ্রুপ-C পদে যারা চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য দারুন আপডেট। ইন্ডিয়ান আর্মিতে গ্রুপ-সি বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ যোগ্যতাতে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। ঝাড়খন্ডের রামগড় ক্যান্টনমেন্টে নিয়োগটি করা হবে। তাহলে এইবার এই চাকরির নিয়োগের A to Z তথ্য জেনে নেওয়া যাক।
যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ
(1) কার্পেন্টার (Carpenter)
(2) কুক (Cook)
(3) ওয়াশারম্যান (Washerman)
(4) টেইলর (Tailor)
পদ সংক্রান্ত খুটিনাটি (Post Details)
(1) পদের নাম- কার্পেন্টার
বেতন- পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900 – 63,200 টাকা
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে এবং কাঠের কাজের জ্ঞান থাকতে হবে।
শুন্যপদ- 1 টি (GEN)
(2) পদের নাম– কুক
বেতন- পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900 – 63,200 টাকা
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে এবং ভারতীয় রান্নার জ্ঞান থাকতে হবে।
শুন্যপদ- 6 টি (GEN-1, OBC-1, SC-1, ST-1, EWS-1, ESM-1)
(3) পদের নাম- ওয়াশারম্যান
বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 – 56,900 টাকা
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে এবং জামাকাপড় পরিষ্কার করতে পারতে হবে।
শুন্যপদ- 1 (GEN)
(4) পদের নাম- টেইলর
বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 – 56,900 টাকা
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে এবং জামাকাপড় সেলাই করতে পারতে হবে।
শুন্যপদ- 1 (OBC)
বয়সসীমাঃ
প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স 18 – 25 বছরের মধ্যে হতে হবে। ST, SC শ্রেনিরা বয়সের ক্ষেত্রে ৫ বছরের এবং OBC শ্রেনিরা ৩ বছরের ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়াঃ
লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিকাল অথবা ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন করার পদ্ধতিঃ
Step-1 প্রথমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে।
Step-2 অফিসিয়াল নোটিশের তিন নম্বর পেজে আবেদন করার একটি ফর্ম দেওয়া রয়েছে, ঐ ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে।
Step-3 প্রিন্ট করা ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে।
Step-4 পূরণ করা হলে ফর্মের সাথে দরকারি ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে।
Step-5 তারপর আবেদনপত্রটি একটি খামে ভরতে হবে।
Step-6 আবেদনপত্রের উপরে লিখতে হবে- “APPLICATION FOR THE POST OF _______________ (ফাঁকা জায়গায় যে পদের জন্য আবেদন করা হচ্ছে সেটির নাম লিখতে হবে)।
Step-7 তারপর আবেদনপত্রের ঐ খামটি নিচের দেওয়া ঠিকানায় ৭ জানুয়ারির মধ্যে পাঠাতে হবে।
আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবেঃ
(1) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
(2) মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট
(3) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড (যদি থাকে)
(4) কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
The Commandant, The Punjab Regimental Centre, Ramgarh Cantt Pin Code – 829130 (Jharkhand).
আবেদনের সময়সীমাঃ
7 জানুয়ারি 2022 তারিখের মধ্যে আবেদন করতে হবে।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
আরো চাকরির আপডেট |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে, নিয়োগ সংক্রান্ত বিষয়টি আরো ভালো করে বুঝে নেবেন।