দেশের আর্মি বাহিনীতে শর্ট সার্ভিস কমিশনে পুরুষ ও মহিলা নিয়োগ হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
দেশের সমস্ত অবিবাহিত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
নিয়োগের নিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ হবে
শর্ট সার্ভিস কমিশন অফিসার / Short Service Commission officers
শূন্যপদ
এখানে মোট শূন্যপদের সংখ্যা 55 টি। এই 55 টি পদের মধ্যে 5 টি পদ মহিলা প্রার্থীদের জন্য বরাদ্দ এবং বাকি 50 টি পদে পুরুষ প্রার্থীদের নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নীচের যোগ্যতা থাকতে হবে –
(1) অবশ্যই অবিবাহিত থাকতে হবে।
(2) গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
(3) NCC ‘C’ সার্টিফিকেট থাকতে হবে।
(4) Senior Division/Wg of NCC তে নূন্যতম 2/3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
এখানে আবেদন করার জন্য কেবলমাত্র 19 থেকে 25 বছরের প্রার্থীরা আবেদন যোগ্য। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারী প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে 02 Jan 1999– 01 Jan 2005 এর মধ্যে।
বেতনক্রম
প্রার্থীদের মাসিক 56,100 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে লিখিত পরীক্ষা ( SSB) স্টেজ 1 এবং স্টেজ 2 এবং মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে। টেস্টের সিলেবাস জানা যাবে। www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইট থেকে।
নিয়োগের সময়সীমা
14 বছরের জন্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে
www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদনের সময়সীমা
এখানে আবেদন করার শেষ দিন 03/08/2023 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- IIT খড়গপুরে নন টিচিং স্টাফ নিয়োগ
- কল্যানী AIIMS এ 26 হাজার 100 টাকা মাসিক বেতনচাকরির
- প্রাইমারি শিক্ষক নিয়োগের নিয়ে মুখ খুললেন গৌতম পাল
- দক্ষিণ পূর্ব রেলে চাকরি, প্রতিমাসে 32 হাজার টাকা বেতন