ইন্ডিয়ান আর্মিতে 10+2 টেকনিক্যাল এন্ট্রি স্কিম (TES) এর আধীনে ট্রেনিং করানোর জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যাতে শুধুমাত্র অবিবাহিত ছেলেরাই আবেদন করতে পারবে। প্রথমেই জানিয়ে রাখি, এটি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে করানো একটি কোর্স। যা শেষ করার পরেই মোটা মাইনের চাকরির নিশ্চিত দারুন সুযোগ থাকছে। আর কথা না বাড়িয়ে চলুন এইবার এই নিয়োগের বিষয়ে জেনে নেওয়া যাক।
Indian Army TES 47 Recruitment 2022
কোর্সের নামঃ INDIAN ARMY TECHNICAL ENTRY SCHEME – 47
শুন্যপদঃ 90 টি (পরবর্তীতে শুন্যপদের সংখ্যায় পরিবর্তন হতে পারে)
বয়সসীমাঃ 16 বছর 6 মাস থেকে 19 বছর 6 মাসের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে। (2 জানুয়ারি 2003 তারিখের আগে এবং 1 জানুয়ারি 2006 তারিখের পরে জন্ম হলে আবেদন করা যাবে না)।
যোগ্যতাঃ আবেদনকারীকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং গনিত বিষয় নিয়ে কমপক্ষে 60% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সেইসাথে JEE (Mains) 2021 এর পরীক্ষা দিয়ে থাকতে হবে।
ট্রেনিং এর সময়সীমাঃ 5 বছর
পদের নাম এবং বেতনঃ
আবেদন প্রক্রিয়াঃ
ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ওয়েবসাইট হল joinindianarmy.nic.in. 24 জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং 23 ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত আবেদন চলবে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 24.01.2022 |
আবেদন শুরু | 24.01.2022 |
আবেদন শেষ | 23.02.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- ১১৪৯ টি শুন্যপদে CISF কনস্টেবল নিয়োগ
- ইন্ডিয়ান কোস্ট গার্ডে নিয়োগ 2022
- ইন্ডিয়ান পোষ্টে চাকরির বিজ্ঞপ্তি