ভারতীয় আয়ুর্বেদ ইনস্টিটিউটে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

Indian Ayurveda Institute Recruitment 2023

BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED বা সংক্ষেপে BECIL এর তরফে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ আয়ুর্বেদে

দেশের চাকরিপ্রার্থীদের জন্য তাই এটি অবশ্যই একটি বড়ো খবর। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 384

নোটিশ প্রকাশের তারিখ- 04.10.2023

যে পদে নিয়োগ করা হবে

1. মেডিকেল অফিসার / Medical Officer

শূন্যপদ- 12 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আয়ুর্বেদে MD/MS এবং কাজের অভিজ্ঞতা থাকলেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা- সর্বোচ্চ 45 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 75,000 টাকা করে বেতন দেওয়া হবে।

2. ল্যাব টেকনিশিয়ান / Lab. Technician

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের DMLT কোর্স বা BMLT বা PGDMLT করে থাকতে হবে। সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার দক্ষতাও চাওয়া হয়েছে এখানে।

বয়সসীমা- 45 বছর বয়স অবধি সকলেই এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- 25,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।

3. স্টাফ নার্স / Staff Nurse

শূন্যপদ- 20 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- B. Sc/ GNM পাশ করা সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বয়সসীমা- সর্বোচ্চ 35 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 35,500 টাকা করে বেতন দেওয়া হবে।

4. অপ্টোমেট্রিস্ট / Optometrist

শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশের সাথে 4 বছরের Optometry কোর্সটি করে থাকতে হবে।

বয়সসীমা- 30 বছর বয়স অবধি সকলেই এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- 29,200 টাকা মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।

এছাড়াও এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট, লাইব্রেরী অফিসার, মিউজিয়াম কিপার, ডাটা এন্ট্রি অপারেটর, মাল্টি টাস্কিং স্টাফ সহ আরও বিভিন্ন ধরনের পদ মিলিয়ে মোট 24 ধরণের পদ রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখে নিন। সব মিলিয়ে এখানে 129 টি শূন্যপদ রয়েছে।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.becil.com এই ওয়েবসাইটে গিয়ে ‘Careers Section’ এ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে।

তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

এর পরে অ্যাপ্লিকেশন ফর্মের শেষে থাকা ইমেল আইডিতে ভরতি করা ফর্মটি পাঠিয়ে দিতে হবে।

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য UR, Women এবং OBC দের 885 টাকা এবং বাকি প্রার্থীদের 531 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

19/10/2023 এখানে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 CMOH এ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

👉 জেলা আদালতে গ্রুপ-সি চাকরির বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

👉 রাজ্যের আয়ুষ বিভাগে গ্রুপ-সি চাকরির বিজ্ঞপ্তি, অনেকগুলি পদে কর্মী নিয়োগ

👉 উচ্চ মাধ্যমিক পাশে NBEMS এ গ্রুপ-সি পদে চাকরি, অনলাইনের মাধ্যমে 20 অক্টোবর পর্যন্ত আবেদন চলবে

👉 পরীক্ষা সঠিক সময়েই হবে আর স্বচ্ছতার সাথেই হবে, গুরুত্বপূর্ণ কথা বললেন শিক্ষামন্ত্রী

Previous articleCMOH এ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি | CMOH Recruitment 2023
Next article৭৫০০ শূন্যপদে গ্রাম পঞ্চায়েতে সেক্রেটারি নিয়োগ, জানুন নিয়োগের বিস্তারিত আপডেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here