ভারতের একটি পাবলিক সেক্টরে ব্যাংক (Indian Bank Recruitment) থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্পেশালিস্ট অফিসার (Special Officer) পদে ভারতের ইন্ডিয়ান ব্যাংকে নিয়োগ করা হচ্ছে।
এই মুহুর্তে অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু রয়েছে। তাই ইচ্ছুক এবং যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
এটি অল ইন্ডিয়া চাকরির ভ্যাকান্সি। যেকারনে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকেও ছেলে এবং মেয়ে উভয়েই আবেদন করতে পারবে। এইবার নিয়োগের বিষয়ে নিচে থেকে একে একে সব কিছু জেনে নিন, তারপর চাইলে আবেদন করুন।
Indian Bank Recruitment 2022
পদের নামঃ ম্যানেজার (ব্যাংকের বিভিন্ন বিভাগের)
বেতনঃ
প্রতি মাসে 36 হাজার থেকে 89 হাজার 860 টাকা দেওয়া হবে।
বয়সসীমাঃ
উক্ত পদের জন্য আবেদনকারীর বয়স 20 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। SC, ST শ্রেনিরা ৫ বছরের OBC শ্রেণিরা ৩ বছরের এবং অন্যান্য সংরক্ষিত শ্রেনিরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ
CA / ICWA, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা সহ ইত্যাদি যোগ্যতায় আবেদন করা যাবে। বিভিন্ন বিভাগ অনুযায়ী ম্যানেজার পদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি বিস্তারে জানার জন্য নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন। অফিসিয়াল বিজ্ঞপ্তির 4 নম্বর পেজে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জানানো হয়েছে।
শুন্যপদঃ
মোট 312 টি শুন্যপদে ম্যানেজারের বিভিন্ন বিভাগের পদে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নির্দিষ্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে।
চাকরির ধরনঃ
স্থায়ী (Permanent) পদে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
(1) অনলাইনে আবেদন করার জন্য প্রথমে ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে।
(2) অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হলে Careers page লেখার উপর ক্লিক করতে হবে।
(3) নতুন পেজ খুলবে- Recruitment of Specialist Officers 2022 লেখার উপর ক্লিক করতে হবে।
(4) এইবার আবেদনকারীকে রেজিস্ট্রেশন করার জন্য “Click here for New Registration” লেখার উপর ক্লিক করতে হবে।
(5) দরকারি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
(6) রেজিস্ট্রেশন করার পর দরকারি তথ্য পূরন করে লগ ইন করতে হবে।
(7) লগ ইন করে আবেদনকারীকে সঠিক তথ্য দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে।
(8) সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ
(1) SC, ST, PwBD শ্রেনিদের আবেদন ফি লাগবে 175 টাকা
(2) বাকী সকল শ্রেনির আবেদনকারীদের আবেদন ফি লাগবে 850 টাকা
24.05.2022 থেকে 14.06.2022 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 24.05.2022 |
আবেদন শুরু | 24.05.2022 |
আবেদন শেষ | 14.06.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- ব্যাংক ম্যানেজার কিভাবে হওয়া যায়?
- ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক অফিসে চাকরি
- জেলা সার্কেলে গ্রুপ-D পদে চাকরি