ইন্ডিয়ান কোস্ট গার্ডে নিয়োগ, কেন্দ্র সরকারের চাকরিতে আবেদন করুন | Indian Coast Guard Domestic Branch Recruitment

Indian Coast Guard Domestic Branch Recruitment

মিনিস্ট্রি অফ ডিফেন্সের অন্তর্গত ভারতীয় উপকূল রক্ষী বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ড থেকে ইতিমধ্যেই আবারো বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভালো বিষয় হলো এখানে মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে। 

পশ্চিমবঙ্গের অন্তর্গত 23 টি জেলা থেকেই পুরুষ ও মহিলা উভয় চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। ইচ্ছুক প্রার্থীদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

এই নিয়োগের ক্ষেত্রে কোন পদে নিয়োগ হবে, কত বেতন দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কত দরকার, বয়সসীমা কত লাগবে, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি যাবতীয় তথ্য নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Indian Coast Guard Domestic Branch Recruitment

(1) পদের নামঃ নাভিক – জেনারেল ডিউটি (General Duty)  

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো COBSE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ম্যাথেমেটিক্স ও ফিজিক্স বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 225 টি।

(2) পদের নামঃ নাভিক – ডোমেস্টিক ব্রাঞ্চ (Domestic Branch)   

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো COBSE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 12 টি।

বয়সসীমা

উপরের দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারী প্রার্থীর বয়স 18থেকে 22 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

নিয়োগ পদ্ধতি

এখানে আবেদনকারী প্রার্থীদের নিচের পদ্ধতি অনুযায়ী নিয়োগ করা হবে

  1. লিখিত পরীক্ষা।
  2. ডকুমেন্ট ভেরিফিকেশন।
  3. ফিজিক্যাল ফিটনেস টেস্ট।
  4. মেডিকেল এক্সামিনেশন।
আবেদন করার পদ্ধতি

বিজ্ঞপ্তির শুরুতেই জানানো হয়েছে ওপরের দুটি পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সকলেই নিচের পদ্ধতি অনুসরণ করে নিজের স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে সহজে এখানে আবেদন করে নিতে পারবেন।

  1. আবেদনকারী প্রার্থীদের নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  2. অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অপরের দিকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  3. এরপরে রেজিস্ট্রেশনের সময় তৈরি করা নির্দিষ্ট আইডিও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  4. এরপরে নির্দিষ্ট পদ অনুযায়ী সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি নিখুঁতভাবে পূরণ করতে হবে।
  5. আবেদনপত্র পূরণ করার পর সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
  6. সবশেষে নির্দিষ্ট আবেদন ফি হিসেবে 300 টাকা দিয়ে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
আবেদন ফি

এখানে আবেদন ফি হিসেবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 300 টাকা ধার্য করা হয়েছে এবং SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম আবেদন ফি নেওয়া হবে না। 

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু: 06.02.2023 (06 ফেব্রুয়ারি 2023)

আবেদন শেষ: 16.02.2023 (16 ফেব্রুয়ারি 2023)

প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

WHATSAPP GROUP: Click Here

✅ TELEGRAM GROUP: Click Here

 অফিসিয়াল ওয়েবসাইট- Click Here

অফিসিয়াল নোটিশ- Download

✅ আবেদন করার লিংক- Click Here

 ডেইলি চাকরির আপডেট- Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 কল্যাণীতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি

🎯 1410 টি শূন্যপদে BSF কনস্টেবল নিয়োগ

🎯 পূর্ব বর্ধমান জেলার ব্লকে ব্লকে আশা কর্মী নিয়োগ