মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পাশে গ্রুপ-C চাকরি, ইন্ডিয়ান কোস্ট গার্ডে কর্মী নিয়োগ

Indian Coast Guard Group C Recruitment

প্রতিদিনকার মতো আজকেও নতুন একটি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পাশে গ্রুপ-C চাকরির আপডেট নিয়ে হাজির হয়েছি। ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-C কর্মী নিয়োগ করা হবে।

যারা কেন্দ্র সরকারের গ্রুপ-C চাকরি করতে চাই তাদের জন্য এটি একটি ভালো চাকরির সুযোগ।

এখন প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-C কি কি পোস্টে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পদ অনুযায়ী শুন্যপদ কয়টি রয়েছে, প্রতি মাসে ঠিক কত করে বেতন দেওয়া হবে এবং আবেদন কিভাবে করতে হবে?

আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর এবং এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Indian Coast Guard Group C Recruitment

নিয়োগের তথ্য (Recruitment Details)

(1) পদের নাম- (স্টোর কিপার) Store Keeper- Grade-II, Group- C

বেতন- পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,000 টাকা। 

বয়সসীমা- আবেদনকারীর বয়স 18 – 25 বছরের মধ্যে থাকতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো সংস্থা বা পাবলিক সেক্টর সংস্থায় ১ বছরের হ্যান্ডলিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।  

শূন্যপদ- 2 টি (UR-1, EWS-1)

(2) পদের নাম- লস্কর (Laskar- Group-C)

বেতন- পে ব্যান্ড-I অনুযায়ী প্রতি মাসে 5,200 – 20,200 টাকা। সেইসাথে 1800 টাকার গ্রেড পে। 

বয়সসীমা- আবেদনকারীর বয়স 18 – 30 বছরের মধ্যে থাকতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে। সেইসাথে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

শূন্যপদ- 3 টি (UR)

বয়সের ছাড়ঃ 

SC, ST শ্রেনিরা 5 বছরের এবং OBC শ্রেণিরা 3 বছরের বয়সের ছাড় পাবে। 

নিয়োগ প্রক্রিয়াঃ 

লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। 

আবেদন প্রক্রিয়াঃ  

(1) আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।

(2) প্রথমে নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।

(3) অফিসিয়াল বিজ্ঞপ্তির তিন নম্বর পেজ থেকে আবেদন করার ফর্মটি বেছে নিয়ে A4 পেজে প্রিন্ট করতে হবে। 

(4) প্রিন্ট করার পর ফর্মটি আবেদনকারীর সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে।

(5) ফর্মের সাথে দরকারি কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে।

(6) আবেদন করার ফর্ম এবং দরকারি ডকুমেন্টের জেরক্সগুলিকে একসাথে একটি খামে ভরতে হবে। 

(7) আবেদনপত্রের খামটিকে অর্ডিনারি পোস্টের মাধ্যমে নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে। 

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ 

The Commander, Headquarters, Coast Guard Region (North-West), Post Box No.-09, Sector-11, Gandhinagar, Gujarat- 382010. 

আবেদনের শেষ তারিখঃ 

20.06.2022 তারিখের মধ্যে আবেদনপত্র উপরের ঠিকানায় পৌছে দিতে হবে। 

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update