এক্সপোর্ট-ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বহু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ভারতের সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- HRM/MT/2023-24/01
যে পদে নিয়োগ করা হবে
ম্যানেজমেন্ট ট্রেনি
এখানে মোট চার ধরণের ট্রেনি নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে Banking Operations, Digital Technology, Rajbhasha এবং Administration এই চারটি ডিপার্টমেন্ট।
শূন্যপদ
Banking Operations এ 35, Digital Technology তে 7, Rajbhasha তে 2 এবং Administration এ 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
- Banking Operations এ আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন সহ ফিনান্সে MBA/PGDBA অথবা Chartered Accountants করে থাকতে হবে।
- Digital Technology তে আবেদন করার জন্য প্রার্থীদের Computer Science/ Information Technology/ Electronics & Communication এ B.E/B. Tech ডিগ্রি করে থাকতে হবে।
- Rajbhasha তে আবেদন করার জন্য প্রার্থীদের হিন্দি ভাষাতে মাস্টার্স করে থাকতে হবে।
- Administration এ আবেদন করার জন্য hotel and hospitality management / facilities management এ মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে।
বয়সসীমা
21 থেকে 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন যোগ্য।
মাসিক বেতন
মাসিক 55,000 টাকা বেতন বাবদ দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
অনলাইন মাধ্যমে প্রার্থীদের আবেদন করতে হবে এখানে। এর জন্য www.eximbankindia.in ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য UR এবং OBC প্রার্থীদের 600 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। SC /ST /PwD/ EWS/ FEMALE দের 100 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু- 21.10.2023
- আবেদন শেষ- 10.11.2023
- লিখিত পরীক্ষা- ডিসেম্বর, 2023
- ইন্টারভিউ- জানুয়ারি, 2024
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি
👉 UPSC এর মাধ্যমে অনেকগুলি পদে চাকরি! শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 হিন্দুস্থান সল্ট লিমিটেডে অনেকগুলি পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
👉 WBPSC এর মাধ্যমে SC, ST, OBC দপ্তরে চাকরি! মাসিক বেতন,আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন