ভারতের ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাগ্রিকালচার রিসার্চ (ICAR)-এ বিভিন্ন পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ICAR এর তরফ থেকে নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এটি অল ইন্ডিয়ান চাকরির ভ্যাকান্সি। যার ফলে পশ্চিমবঙ্গ থেকেও নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারা যাবে।
ICAR এর এই চাকরির ক্ষেত্রে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শুন্যপদের সঠিক সংখ্যা কয়টি, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি নিয়োগ সংক্রান্ত তথ্যগুলি নিচে বিস্তারে জানানো হয়েছে।
Indian ICAR Various Post Recruitment
নোটিশ নম্বরঃ 2(17)/2022-Rectt./17
নোটিশ প্রকাশের তারিখঃ 13.04.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নাম- Senior Technical Assistant Farm Manager
বেতন- পে লেভেল 6 অনুযায়ী প্রতি মাসে 35,400 থেকে 1,12,400 টাকা।
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো ইউনিভার্সিটি থেকে অ্যাগ্রিকালচার/ অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং/ হর্টিকালচার- এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি (UR)
(2) পদের নাম- Senior Technical Assistant Programme Assistant
বেতন- পে লেভেল 6 অনুযায়ী প্রতি মাসে 35,400 থেকে 1,12,400 টাকা।
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন টেকনোলজি (B.Tech কম্পিউটার সায়েন্স/ B.Tech ইনফর্মেশন টেকনোলজি) বিষয়ে ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি (UR)
(3) পদের নাম- Senior Technical Assistant Programme Assistant (Lab Technician)
বেতন- পে লেভেল 6 অনুযায়ী প্রতি মাসে 35,400 থেকে 1,12,400 টাকা।
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো ইউনিভার্সিটি থেকে অ্যাগ্রিকালচার/ অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং/ হর্টিকালচার- এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি (UR)
(4) পদের নাম- Driver
বেতন- পে লেভেল 4 অনুযায়ী প্রতি মাসে 25,500 থেকে 81,100 টাকা।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে। সেইসাথে সরকারি সংস্থার তরফ থেকে হালকা এবং ভারী মোটর যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
শুন্যপদ- 2 টি (UR)
বয়সসীমাঃ প্রতিটি পদে চাকরির জন্য আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ
অফলাইন ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে। আবেদন করার ফর্ম অফিসিয়াল নোটিশ থেকে পাওয়া যাবে। নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করা যাবে।
নোটিশের চার নম্বর পেজে আবেদন করার অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে। ঐ ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। তারপর ফর্মটি আবেদনকারীকে পূরন করতে হবে।
পুরন করা হলে ফর্মের সাথে প্রয়োজন অনুযায়ী কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে। তারপর সেগুলিকে একটি খামে ভরতে হবে। আবেদনপত্রের খামটি নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
Chief Administrative Officer, ICAR-CIPHET, PO: PAU Campus, Ludhiana-141004 (Punjab).
আবেদন ফিঃ
আবেদন করতে টাকা লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 13.04.2022 |
আবেদন শুরু | 13.04.2022 |
আবেদন শেষ | 04.05.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update