ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট সংস্থায় কর্মী নিয়োগ! শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

Indian Institute Management recruitment 2023

ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টে (IIM), কলকাতাতে চার ধরণের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগটি চুক্তির ভিত্তিতে হবে। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে 

1. ম্যানেজার / Manager

শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- লাইব্রেরী সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সাথে, 10 বছরের কাজের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা- 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।

বেতন- মাসিক 55,000 টাকা করে বেতন দেওয়া হবে।

2. ডেপুটি জেনারেল ম্যানেজার / Deputy General Manager

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Computer Engineering/Computer Science/Computer Technology/Computer Science & Engineering/Information Technology/ECE নিয়ে B.E./B.Tech পাশ করে থাকতে হবে। সাথে, 12 বছরের কাজের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে।

বয়সসীমা- 50 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।

বেতন- মাসিক 1,50,000 টাকা করে বেতন দেওয়া হবে।

3. জেনারেল ম্যানেজার / General Manager (IT)

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Computer Engineering/Computer Science/Computer Technology/Computer Science & Engineering/Information Technology/ECE নিয়ে B.E./B.Tech পাশ করে থাকতে হবে। সাথে, 15 বছরের কাজের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে।

বয়সসীমা- 50 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।

বেতন- মাসিক 2,40,000 টাকা করে বেতন দেওয়া হবে।

4. অ্যাসিস্ট্যান্ট ফাইনান্স এবং অ্যাকাউন্ট অফিসার / Assistant Finance and Accounts Officer

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- কমার্স নিয়ে গ্র্যাজুয়েট পাশ করে থাকতে হবে। সাথে, 10 বছরের কাজের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে।

বয়সসীমা- 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।

বেতন- মাসিক 56100-177500 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগের সময়সীমা

মোট 3 বছরের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের iimcal.ac.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শেষ হবে- 04/10/2023

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ ম্যানেজার: Click Here

✅ অফিসিয়াল নোটিশ ডেপুটি জেনারেল ম্যানেজার (IT): Click Here

✅ অফিসিয়াল নোটিশ জেনারেল ম্যানেজার (IT): Click Here

✅ অফিসিয়াল নোটিশ একাউন্টস অফিসার: Click Here

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যের প্রাইমারি স্কুলের শিক্ষকদের মাসিক বেতন কত?

👉 পরিবহন দপ্তরে গ্রুপ-বি এবং গ্রুপ-সি চাকরি, 20 ধরনের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

👉 স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ

👉 AIIMS এ 36 ধরণের বিভিন্ন পদে গ্রুপ-B এবং গ্রুপ-C কর্মী নিয়োগ, শীঘ্রই অনলাইনের মাধ্যমে আবেদন করুন

👉 রাজ্যে রুপশ্রী প্রকল্পে গ্রুপ-সি চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

Previous articleরাজ্যে 5 বছরের মধ্যে 80 হাজার স্পেশাল শিক্ষক নিয়োগের পরিকল্পনা! ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Next articleSSC তে 84 হাজারের বেশি শূন্যপদে কেন্দ্রীয় বাহিনীতে চাকরি! ৬ ধরনের বাহিনীতে হবে নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here