ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, দেরাদুনে গ্রুপ-C এবং গ্রুপ-D পদে কর্মী নিয়োগ করা হবে। ভারতীয় পুরষ, মহিলা নির্বিশেষে সকলেই এখানে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে। এই নিয়োগের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- CBC-10628/11/0010/2324
যে পদে নিয়োগ করা হবে
1. MT Driver
শূন্যপদ- এখানে 7 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে। সাথে হেভি ভেইকল চালানোর জন্য একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কমপক্ষে দুই বছর মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 27 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।
বেতন- পে লেভেল 2 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
2. LDC
শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে, ইংরেজিতে 35 wpm স্পিড থাকতে হবে।
বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।
বেতন- পে লেভেল 2 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
3. কুক / Cook
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে, ভারতীয় রান্না সম্পর্কে জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।
বেতন- পে লেভেল 2 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
4. ওয়েটার / Waiter
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।
বেতন- পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
5. গ্রাউন্ডসম্যান / Groundsman
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।
বেতন- পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
6. MTS (Chowkidar)
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।
বেতন- পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
7. MTS (Messenger)
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।
বেতন- পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
8. গ্রুম / Groom
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।
বেতন- পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে। বিস্তারিত সিলেবাস জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
আবেদন পদ্ধতি
এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে, 4 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।
সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্যও।
আবেদন পাঠাবার ঠিকানা
Commandant, Indian Military Academy, Dehradun (Uttarakhand)- 248007
আবেদন মূল্য
কেবলমাত্র জেনারেল প্রার্থীদের আবেদন মূল্য বাবদ 50 টাকা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ
16/10/2023 তারিখ এখানে আবেদন পাঠাবার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 450 টি শূন্যপদে RBI ব্যাঙ্কে চাকরির বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
👉 ইন্টারভিউয়ের মাধ্যমে ICSI এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, শীঘ্রই অনলাইনের মাধ্যমে আবেদন করুন
👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে 14 ধরনের পদে চাকরি, 25 সেপ্টেম্বর অবধি আবেদন চলবে
👉 রাজ্যে ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেটে সার্ভেয়ার পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ