ইন্ডিয়ান নেভির তরফ থেকে সম্প্রতি নতুন অ্যাপ্রেন্টিসশিপ প্রশিক্ষণের বিজ্ঞপ্তি জারি হল। এখানে শিক্ষার্থীরা মাধ্যমিক পাশ সহ আরো যোগ্যতায় আবেদন করতে পারবে।
এই নিয়োগের ক্ষেত্রে সব থেকে আকর্ষণীয় দিক হলো এখানে একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ রাজ্যের অন্তর্গত নারী-পুরুষ নির্বিশেষে সকল চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
ইন্ডিয়ান নেভিতে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বেতন কাঠামো, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
Indian Navy Apprenticeship Training 2022
নোটিশ নম্বরঃ AT/01/5030/RTG
নোটিশ প্রকাশের তারিখঃ 22.08.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
অ্যাপ্রেন্টিস (Apprentice)
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 50 % নম্বর নিয়ে মাধ্যমিক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে 65 % নম্বর নিয়ে ITI কোর্স পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ
30.01.2023 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 21 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
এখানে সব মিলিয়ে 230 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবেঃ
- Computer Operator And Programming Assistant (COPA)
- Electrician
- Electronics MerTailor
- Fitter
- Machinist
- Mechanic
- Mechanic Motor Vehicle
- Turner
- Welder
- Sheet Metal Worker
- Electroplater
- Plumber
- Pipe Fitter
- Tailor
- এছাড়াও আরও অন্যান্য।
আবেদন পদ্ধতিঃ
ইন্ডিয়ান নেভিতে অ্যাপ্রেন্টিস নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশের সাথে যুক্ত আবেদনপত্রটি প্রথমে ডাউনলোড করে নিতে হবে।
এরপরে আবেদনপত্রটিকে A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপরে আবেদনপত্র টিকে সঠিকভাবে পূরণ করতে হবে এবং তারসঙ্গে উল্লেখিত নথিপত্রগুলি যোগ করতে হবে।
সবশেষে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ পোষ্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- চার কপি পাসপোর্ট সাইজ ছবি।
- সেলফ অ্যাটেস্টেড করা মাধ্যমিকের মার্কশীট ও বয়সের প্রমাণপত্র।
- ITI কোর্স সার্টিফিকেট।
- আধার কার্ড বা প্যান কার্ড।
- কমিউনিটি সার্টিফিকেট।
- কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
The Admiral Superintendent (For Office in Charge), Apprentice Training School, Naval Base, Kochi – 682004.
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 22.08.2022 |
আবেদন শুরু | 26.08.2022 |
আবেদন শেষ | 23.09.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর কর্মী নিয়োগ