ইন্ডিয়ান নেভিতে গ্রুপ-C এবং গ্রুপ-B পদে বিভিন্ন পোস্টে চাকরির নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই চাকরিটিতে ভারত সরকারের অন্তর্গত মিনিস্ট্রি অফ ডিফেন্সের আওতায় ওয়েস্টার্ন নেভাল কমান্ডে নিয়োগ করানো হবে।
ভারতীয় নাগরিক হলেই পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই চাকরিপ্রার্থীরা তাদের যোগ্যতা মোতাবেক আবেদন করতে পারবেন। প্রতিদিনকার মতো আজকেও এই প্রতিবেদনে আবেদন করার প্রক্রিয়া বিস্তারে জানানো হয়েছে।
ইন্ডিয়ান নেভির এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বেতন কতো দেওয়া হবে, বয়সসীমা কতো, মোট শূন্যপদ কটা আছে, নিয়োগ কিভাবে হবে, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের উল্লেখ নিচে দেওয়া হল।
Indian Navy Group C Group B Recruitment
নোটিশ নম্বরঃ 02/2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ স্টাফ নার্স (Stuff Nurse)
বেতনঃ এই পদের জন্য পে ম্যাট্রিক্স লেভেল 7 অনুযায়ী প্রতিমাসে 44,900 থেকে 1,42,400 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে এবং নার্সিং সার্টিফিকেট থাকতে হবে ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে হিন্দি এবং স্থানীয় ভাষায় কথা বলার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনপ্রার্থীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 3 টি।
(2) পদের নামঃ লাইব্রেরী এন্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট (Library & Information Assistant)
বেতনঃ এই পদের জন্য পে ম্যাট্রিক্স লেভেল 6 অনুযায়ী প্রতিমাসে 35,400 থেকে 1,12,400 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরী সায়েন্সে গ্রাজুয়েশন পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে
বয়সসীমাঃ আবেদনপ্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 6 টি।
(3) পদের নামঃ সিভিলিয়ান মোটর ড্রাইভার (Civilian Motor Driver)
বেতনঃ এই পদের জন্য পে ম্যাট্রিক্স লেভেল 2 অনুযায়ী প্রতিমাসে 19,900 থেকে 63,200 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনপ্রার্থীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 40 টি।
নিয়োগ পদ্ধতিঃ
প্রার্থীদের নিম্নলিখিত পর্যায়ে নির্বাচন করা হবে।
- নাম শর্ট লিস্টেড।
- লিখিত পরীক্ষা।
- ডকুমেন্টস ভেরিফিকেশন।
আবেদন পদ্ধতিঃ
ইন্ডিয়ান নেভিতে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
সবার প্রথমে আপনি নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশের সাথে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে।
এরপরে আবেদনপত্রটিকে A4 সাইজের সাদা পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে।
আবেদনপত্রটিকে নির্ভুল্ভাবে পূরণ করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে নিচে উল্লেখিত নথিপত্রগুলি যুক্ত করতে হবে।
এরপরে আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথি মুখবন্ধ ভরে তার ওপর লিখতে হবে “Application for the Post Of ” ________ (যে পদের জন্য আবেদন করছেন তার নাম)।
সবশেষে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- জন্মের বা বয়সের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- অভিজ্ঞতার প্রমাণপত্র (প্রযোজ্য হলে)।
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
To the Flag Officers Commanding in Chief (For CCPO), Headquarters, Western Naval Command, Ballard Estate, Near Tiger Gate, Mumbai – 400001.
আবেদনের শেষ তারিখঃ 29.09.2022 (29 সেপ্টেম্বর 2022)
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর কর্মী নিয়োগ