Indian Navy Group C Recruitment: ভারতীয় নৌবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান নেভি (Indian)-তে গ্রুপ-C নন গেজেটেড নিয়োগ প্রক্রিয়া শুরু হল। অনেকেই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে জানতে চায় ইন্ডিয়ান নেভিতে গ্রুপ সি নিয়োগ কবে শুরু হবে? তাদের জন্য সুখবর, কেননা Indian Navy Group C Non Gazetted Recruitment-এর আবেদন প্রক্রিয়া শুরু হলো। ইন্ডিয়ান নেভির গ্রুপ সি পদের ক্ষেত্রে বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হবে। তাই যারা এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক তারা নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয় ভালো করে জেনে নিন। তারপরে আবেদন করুন।
আবেদন করার লিঙ্ক এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিংক প্রতিদিনকার মতো আজকেও এই পেজের নিচে পেয়ে যাবেন।
Indian Navy Group C Non Gazetted Recruitment
যে পদে নিয়োগ করা হবে:
ট্রেডসম্যান স্কিলড (Tradesman Skilled- Group-C)
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে:
মেশিনস্ট, ড্রাইভার, ক্রেন মোবাইল, ফিটার আরমামেন্ট, ফিটার জেনারেল, মেকানিক ফিটার, ইলেকট্রনিক ফিটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক ফিটার, টর্পিডো ফিটার।
যে সমস্ত Depot-এ নিয়োগ করা হবে:
- NAD Mumbai
- NAD Karwar
- NAD Goa
- NAD Visakhapatnam
- NAD Rambili
- NAD Sunabeda
মোট শূন্যপদ:
মোট 248 টি (6 Depot-এ)
বয়স সীমা:
আবেদন করার জন্য বয়স 18 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে। সেই সাথে নির্দিষ্ট ট্রেডের দুই বছরের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষার সিলেবাস: 
আবেদন প্রক্রিয়া
(1) জয়েন ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবেন।
(2) অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করার পর আবেদনকারীকে প্রথমেই দরকারি কিছু তথ্য দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
(3) রেজিস্ট্রেশন করা হয়ে গেলে লগইন ডিটেলস দিয়ে লগইন করে নিতে হবে। এরপর আবেদন করার মেন পেজ খুলবে।
(4) এখানে আবেদনকারীকে পদ, ট্রেড ইত্যাদি নির্বাচন করে দরকারি তথ্য সঠিকভাবে পূরণ করে অনলাইন ফর্ম পূরণ করতে হবে। সবশেষে আবেদন ফি জমা দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট করে দিতে হবে।
(5) বিজ্ঞপ্তি প্রকাশের পর 28 দিন পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।
আবেদন ফি:
- অনলাইন আবেদনের সময় 205 টাকা আবেদন ফি জমা করতে হবে।
- SC, ST, Ex-Serviceman এবং মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে কোন আবেদন ফি লাগবে না।
- অনলাইনে ডেবিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।
বি:দ্র: প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
👇👇👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ- Join Now
✅ নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
✅ নিয়োগের অফিসিয়াল নোটিশ- Download
✅ আবেদন করুন- Apply Now
✅ ডেইলি চাকরির আপডেট- Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- রাজ্যে প্রচুর শূন্যপদে আশা কর্মী নিয়োগের আপডেট
- রাজ্যের বোস ইন্সটিটিউটে গ্রুপ-ডি কর্মী নিয়োগ
- কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে চাকরি