চলতি বছরে শুরু থেকেই ক্রমশ একের পর এক কেন্দ্রীয় সরকারের চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েই চলেছে। সম্প্রতি আবারও ইন্ডিয়ান নেভিতে গ্রুপ C নিয়োগ করা হবে। প্রার্থীদের ট্রেডসম্যান মেট পদে নিয়োগ করা হবে।
ইন্ডিয়ান নেভিতে গ্রুপ C নিয়োগে রাজ্যের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
ইন্ডিয়ান নেভিতে গ্রুপ C নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন কাঠামো, শূন্যপদের সংখ্যা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য নিচে সহজ ভাষায় আলোচনা করা হলো।
Indian Navy Group-C Recruitment
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
ট্রেডসম্যান মেট (Tradesman Mate)
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমাঃ
এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
এখানে সব মিলিয়ে 112 টি পদে নিয়োগ করা হবে।
নিয়োগ পদ্ধতিঃ
- লিখিত পরীক্ষা।
- শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর।
- ইন্টারভিউ।
আবেদন পদ্ধতিঃ
- এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
- সবার প্রথমে নিজের নাম ও সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- এরপরে দরকারি তথ্য দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
- আবেদন করার সময় প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।
- সবশেষে একবার তথ্যগুলি মিলিয়ে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- প্রার্থীর সিগনেচার।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 06.08.2022 |
আবেদন শুরু | 06.08.2022 |
আবেদন শেষ | 06.09.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-