দেশের নৌসেনা বাহিনীতে শর্ট সার্ভিস কমিশনে পুরুষ ও মহিলা নিয়োগ হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেশের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ হবে
এখানে নয়টি আলাদা আলাদা ব্র্যাঞ্চ আছে। ব্র্যাঞ্চসহ শূন্যপদ গুলি নীচে আলোচনা করা হল।
1. General Service {GS(X)/ Hydro Cadre}
শূন্যপদ- এখানে 40 টি শূন্যপদ রয়েছে।
2. Air Traffic Controller (ATC)
শূন্যপদ- 8 টি শূন্যপদ রয়েছে।
3. Naval Air Operations Officer
শূন্যপদ- 18 টি শূন্যপদ রয়েছে।
4. Pilot
শূন্যপদ- 20 টি শূন্যপদ রয়েছে।
5. Logistics
শূন্যপদ- এখানে 20 টি শূন্যপদ রয়েছে।
6. Education
শূন্যপদ- এখানে 18 টি শূন্যপদ রয়েছে।
7. Engineering Branch (General Service)
শূন্যপদ- এখানে 30 টি শূন্যপদ রয়েছে।
8. Electrical Branch (General Service)
শূন্যপদ- 50 টি শূন্যপদ রয়েছে।
9. Naval Constructor
শূন্যপদ- এখানে 20 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
এখানে মোট 9 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
বয়সসীমা
এখানে আবেদন করার জন্য কেবলমাত্র 18 থেকে 29 বছরের প্রার্থীরা আবেদন যোগ্য। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারী প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে 02 Jul 1994 – 01 Jan 2005 এর মধ্যে।
মাসিক বেতন
প্রার্থীদের মাসিক 56,100 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে লিখিত পরীক্ষা ( SSB) স্টেজ 1 এবং স্টেজ 2 এবং মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে। টেস্টের সিলেবাস জানা যাবে www.joinindiannavy.gov.in এই ওয়েবসাইট থেকে।
নিয়োগের সময়সীমা
14 বছরের জন্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে
www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদনের সময়সীমা
এখানে আবেদন করার শেষ দিন 29/10/2023 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে SLST পরীক্ষায় বিরাট পরিবর্তন, এইভাবে করা হবে নিয়োগ
👉 কলকাতা ইউনিভার্সিটিতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে
👉 রাজ্যে ১২ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ, মন্ত্রীসভার বৈঠক থেকে গুরুত্বপূর্ণ আপডেট
👉 BEML এ গ্রুপ-সি পদে চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন 23 হাজার 910 টাকা
👉 এবার থেকে আর নয় বছর বছর পরীক্ষা! মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট