ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস নিয়োগ, 20 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে

Indian Oil Corporation Apprentice Recruitment 2023

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে অনেকগুলি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। এখানে এক বছর এবং দুই বছর মেয়াদী ট্রেনিং দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। আরও বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ প্রকাশের তারিখ- 21/10/2023

যে পদে নিয়োগ করা হবে

1. অপারেটর / Operator

শূন্যপদ- 425 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে তিন বছরের বি. এস. সি ডিগ্রি করা থাকলে এখানে আবেদন করা যাবে।

2. ফিটার / Fitter

শূন্যপদ- 189 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- মাধ্যমিকের সাথে দুই বছরের ITI ফিটার ডিপ্লোমা করা থাকলে এখানে আবেদন করা যাবে।

3. বয়লার / Boiler

শূন্যপদ- 59 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে তিন বছরের বি. এস. সি ডিগ্রি করা থাকলে এখানে আবেদন করা যাবে।

4. কেমিক্যাল / Chemical

শূন্যপদ- 345 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তিন বছরের ডিপ্লোমা করা থাকলে এখানে আবেদন করা যাবে।

5. মেকানিক্যাল / Mechanical

শূন্যপদ- 169 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তিন বছরের ডিপ্লোমা করা থাকলে এখানে আবেদন করা যাবে।

6. ইলেকট্রিক্যাল / Electrical

শূন্যপদ- 244 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তিন বছরের ডিপ্লোমা করা থাকলে এখানে আবেদন করা যাবে।

7. ইন্সট্রুমেন্টেশন / Instrumentation

শূন্যপদ- 93 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে তিন বছরের ডিপ্লোমা করা থাকলে এখানে আবেদন করা যাবে।

এছাড়াও এখানে রয়েছে Secretarial Assistant, Accountant, Data Entry Operator পদ।

বয়সসীমা

18 থেকে 24 বছর বয়সী সকল ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে এখানে। এর জন্য www.iocl.com ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রের ফর্মটি পূরণ করতে হবে নিজেদের সমস্ত তথ্য দিয়ে। তারপর পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করে সবশেষে ফর্মটি জমা করে দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন 20/11/2023 তারিখ।
  • লিখিত পরীক্ষার তারিখ- 03/12/2023
  • ফল প্রকাশ- 08/12/2023

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ

👉 UPSC এর মাধ্যমে অনেকগুলি পদে চাকরি! শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 গার্ডেন রিচ শিপবিল্ডারসে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

👉 ইন্টারভিউয়ের মাধ্যমে ভারতীয় কৃষি বিভাগে DEO পদে চাকরি, 15 হাজার টাকা মাসিক বেতন

👉 কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে গ্রুপ-সি সহ বিভিন্ন পদে চাকরি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

Previous articleরাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ
Next articleWBPSC এর মাধ্যমে SC, ST, OBC দপ্তরে চাকরি! মাসিক বেতন,আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here