ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিয়োগ করা হবে ইন্ডিয়ান অয়েলের পাইপলাইন বিভাগের নন এক্সিকিউটিভ ডিভিশনে। এটি সারা ভারতব্যাপি চাকরির ভ্যাকান্সি। তাই আমাদের রাজ্য থেকেও প্রার্থীরা তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবে। নিচে এই নিয়োগের বিস্তারিত বিষয় এক এক করে জানানো হল।
Indian Oil Non Executive Recruitment 2022
নোটিশ নম্বরঃ PL/HR/ESTB/RECT-2022
নোটিশ প্রকাশের তারিখঃ 24.01.2022
যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ
(1) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (Engineering Assistant- EA)
(2) টেকনিক্যাল অ্যাটেনড্যান্ট (Technical Attendant- TA)
পদ সংক্রান্ত খুটিনাটি তথ্য (Post Details)
(1) পদের নাম- ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট
মাসিক বেতন- 25,000 – 1,05,000 টাকা
বয়সসীমা- 24.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে 26 বছরের মধ্যে থাকতে হবে। SC, ST এবং OBC শ্রেনিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। SC, ST শ্রেনিরা ৫ বছরের এবং OBC শ্রেনিরা ৩ বছরের ছাড় পেয়ে থাকে।
শিক্ষাগত যোগ্যতা- মিনিমাম ৫৫% নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ফুল টাইম ডিপ্লোমা করতে হবে।
(2) পদের নাম- টেকনিক্যাল অ্যাটেনড্যান্ট
মাসিক বেতন- 23,000 – 78,000 টাকা
বয়সসীমা- 24.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে 26 বছরের মধ্যে থাকতে হবে। SC, ST এবং OBC শ্রেনিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। SC, ST শ্রেনিরা ৫ বছরের এবং OBC শ্রেনিরা ৩ বছরের ছাড় পেয়ে থাকে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে এবং SCVT/NCVT স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে আইটিআই (ITI) পাশ করতে হবে।
মোট শুন্যপদঃ 137 টি শুন্যপদ রয়েছে।
নিয়োগ প্রক্রিয়াঃ
লিখিত পরীক্ষা এবং স্কিল/ প্রফিসিয়েন্সি/ ফিজিকাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পাইপলাইন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন করার আগে আবেদনকারীকে পদ অনুযায়ী যোগ্যতার বিষয়টি যাচাই করে তারপর আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রার্থীকে প্রথমে ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর যাবতীয় তথ্য পুরন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন করার জন্য দরকারি জিনিসঃ
(1) ইমেল আইডি
(2) মোবাইল নম্বর
(3) স্ক্যান করা ছবি (25-50 KB এর মধ্যে)
(4) কালো কালিতে করা সিগনেচার এর ছবি (10-30 KB এর মধ্যে)
আবেদন ফিঃ
আবেদন ফি লাগবে ১০০ টাকা। SC/ST/PwBD শ্রেনিদের ক্ষেত্রে আবেদন করার জন্য টাকা লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 24.01.2022 |
আবেদন শুরু | 24.01.2022 |
আবেদন শেষ | 18.02.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- 2422 টি শুন্যপদে ভারতের সেন্ট্রাল রেলে কর্মী নিয়োগ
- রাজ্যে জলপথ দপ্তরে গ্রুপ-C স্টাফ নিয়োগ
- রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনে চাকরি