Indian Oil Recruitment 2022: শুরুতে ২৫ হাজার টাকা প্রতি মাসে বেতন, ইন্ডিয়ান অয়েলে কর্মী নিয়োগ চলছে

Indian Oil Pipeline Division Recruitment 2022

ভারত সরকারের অধীনস্থ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে (Indian Oil Corporation Limited) এর তরফ থেকে সম্প্রতি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড দ্বারা এই নিয়োগটি বিভিন্ন পাইপলাইন ডিভিশনে করা হবে। 

সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের অন্তর্গত সমস্ত জেলা থেকে সকল ইচ্ছুক প্রার্থীরাই এখানে আবেদনের যোগ্য। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাটেনডেন্ট সহ বিভিন্ন পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বিবরণ, বেতন কাঠামো, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি প্রভৃতি বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

Indian Oil Pipeline Division Recruitment 2022

Indian Oil Pipeline Division Recruitment 2022

নোটিশ নম্বরঃ PL/HR/ESTB/RECT-2022(2)

নোটিশ প্রকাশের তারিখঃ 12.09.2022

আবেদনের মাধ্যমঃ অনলাইনে আবেদন করতে হবে।

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নামঃ ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট – মেকানিক্যাল (Engineering Assistant Mechanical)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে গ্রেড 4 পে স্কেল অনুসারে 25,000 থেকে 105000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 50 শতাংশ নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ 3  বছরের সম্পূর্ণ ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে।

(2) পদের নামঃ ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট – ইলেকট্রিক্যাল (Engineering Assistant Electrical)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে গ্রেড 4 পে স্কেল অনুসারে 25,000 থেকে 105000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 50 শতাংশ নম্বর সহ ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ 3  বছরের সম্পূর্ণ ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে।

(3) পদের নামঃ ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট – আইটি (Engineering Assistant I & T)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে গ্রেড 4 পে স্কেল অনুসারে 25,000 থেকে 105000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 50 শতাংশ নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স & টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইন্সট্রুমেন্টেশন & কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এবং ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং এ 3  বছরের সম্পূর্ণ ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে।

(4) পদের নামঃ ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট – অপারেশন (Engineering Assistant Operations)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে গ্রেড 4 পে স্কেল অনুসারে 25,000 থেকে 105000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 50 শতাংশ নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং বা ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এ 3  বছরের সম্পূর্ণ ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে।

(5) পদের নামঃ টেকনিক্যাল অ্যাটেনডেন্ট (Technical Attended 1)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 23,000 থেকে 1,05,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ITI কোর্স পাশ করে থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমাঃ

12.09.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 26 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

নিয়োগ পদ্ধতিঃ

এখানে কয়েকটি পর্যায়ের মাধ্যমে প্রার্থীদেরকে সংশ্লিষ্ট পদের জন্য নির্বাচন করা হবে।

  • লিখিত পরীক্ষা।
  • স্কিল টেস্ট বা প্রফেসিয়েন্সি টেস্ট।
  • ফিজিকেল টেস্ট।

লিখিত পরীক্ষার পূর্ণমান হবে 100 নম্বরের এবং প্রশ্নের সংখ্যা হবে 100 টি অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হবে 1 নম্বর। পরীক্ষার জন্য সময় দেওয়া হবে 90 মিনিট।

লিখিত পরীক্ষার প্রশ্ন হবে MCQ ধরনের এবং ভুল উত্তরে কোনো নেগেটিভ মার্কিং নেই।

আবেদন পদ্ধতিঃ

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অন্তর্গত এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। নিচে দেওয়া আবেদন করার লিংক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

সবার প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে নিজের নাম, মোবাইল নম্বর, বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবার পর পুনরায় নিজের দেওয়া আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

লগইন করে আবেদন পত্রটিকে সঠিক তথ্য দিয়ে নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।

সবশেষে আবেদন ফি জমা দিয়ে জমা দিয়ে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।

আবেদন ফিঃ

আবেদন ফি হিসাবে জেনারেল, OBC ও EWS প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা ধার্য করা হয়েছে এবং SC/ST/PwBD প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন ফি নেওয়া হবে না অর্থাৎ এই সমস্ত প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটি করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ 12.09.2022
আবেদন শুরু 12.09.2022
আবেদন শেষ 10.10.2022 

👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

Important Links:  👇👇

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 অফিসিয়াল নোটিশঃ Download

আবেদন করার লিংকঃ Apply Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 দুর্গাপুরে গেস্ট কোচ নিয়োগ

🎯 রাজ্যে কয়েকশো শূন্যপদে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ

🎯 রাজ্যে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) সহ বিভিন্ন পদে চাকরি