দেশের অন্যতম পাবলিক সেক্টর ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে ম্যানেজার সহ কয়েকটি পদে কর্মী নিয়োগ করা হবে। প্রচুর পরিমাণ শূন্যপদ রয়েছে এখানে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- HRDD/RECT/04/2023-24
নোটিশ প্রকাশের তারিখ- 06/11/2023
যে পদে নিয়োগ করা হবে
1. ম্যানেজার / Manager
শূন্যপদ- এখানে মোট 59 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের CFA/CMA/CA, LLB , BE/ B.Tech ডিগ্রি CSE/ IT/ ECE/ EEE/ Civil এ, MBA, ME/ M.Tech, PGDBM
ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা- এই পদের জন্য 25 থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন- 48,170 – 69,810 টাকা বার্ষিক বেতন দেওয়া হবে।
2. সিনিয়র ম্যানেজার / Senior Manager
শূন্যপদ- এখানে মোট 5 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের LLB , BE/ B.Tech ডিগ্রি CSE/ IT/ ECE/ EEE/ Civil এ ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা- এই পদের জন্য 30 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন- 63,840 – 78,230 টাকা বার্ষিক বেতন দেওয়া হবে।
3. চিফ ম্যানেজার / Chief Manager
শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের CA/ ICWA/ MBA/MCA ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা- এই পদের জন্য 30 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন- 63,840 – 78,230 টাকা বার্ষিক বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীকে নিয়োগ করা হবে। সিলেবাসের বিষয়ে বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে পিডিএফটি ডাউনলোড করে নিন।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে www.iob.in. ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
SC/ST/PWD প্রার্থীদের জন্য আবেদন মূল্য 175 টাকা এবং অন্যান্য প্রার্থীদের জন্য 850 টাকা আবেদন মূল্য বাবদ ধার্য করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ
এখানে আবেদন করার শেষ দিন 19/11/2023 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 সিকিউরিটি গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, সপ্তম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরি
👉 রাজ্যে 1000 শূন্যপদে বন সেবক নিয়োগের সিদ্ধান্ত, জানুন বিস্তারিত আপডেট
👉 রাজ্যের স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ
👉 SSC নিয়োগ দুর্নীতির মামলা ফিরছে হাইকোর্টে, আবার কি সুপ্রিম কোর্টের নির্দেশে CBI তদন্ত শুরু হবে?
👉 কো-অপারেটিভ ব্যাঙ্কে অনেকগুলি পদে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, 42 হাজার 900 টাকা মাসিক বেতন