ইন্ডিয়ান পার্লামেন্টে চাকরি, ৫৬ হাজার ১০০ টাকা প্রতি মাসে বেতন | Indian Parliament Recruitment

Indian Parliament Parliamentary Interpreter Recruitment

ইন্ডিয়ান পার্লামেন্ট (Indian Parliament) অর্থাৎ লোকসভায় কর্মী নিয়োগ করা হবে। যোগ্য ভারতীয় নাগরিকদের অনলাইনে আবেদন করতে বলে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে লোকসভা সচিবালয় থেকে। এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্টের বেসিসে কর্মী নিয়োগ করা হবে। যারা চাকরি পাবেন, তাদের 10th Pay Level অনুসারে 56,100 – 1,77,500 টাকা বেতন দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত সমস্ত তথ্য জানতে এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন। 

যে পদে নিয়োগ হবে

পার্লামেন্টারি ইন্টারপ্রেটার (Parliamentary Interpreter) 

মোট শূন্যপদের সংখ্যা

13 টি শূন্যপদে নিয়োগ করা হবে, যার মধ্যে SC 2, OBC 4, UR 6, EWS 1 টি পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

  • English / Hindi Interpreters

এই পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হিন্দি সহ ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী করে থাকতে হবে। এছাড়াও AICTE বা NIELIT থেকে কম্পিউটারের কোর্স করা থাকতে হবে।
পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

  • Regional Language Interpreters

এখানে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত ইংরেজি সহ ডোগরি, সাঁওতালি, সিন্ধি, কোঙ্কণী, কাশ্মীরি যে কোনো একটি ভাষাতে স্নাতকোত্তর ডিগ্রী করা থাকতে হবে। এছাড়াও AICTE বা NIELIT থেকে কম্পিউটারের কোর্স করা থাকতে হবে।
পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়সসীমা

আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতনক্রম

যারা চাকরি পাবেন, তাদের পে লেভেল 10 অনুযায়ী প্রতি মাসে বেতন 56,100/- টাকা থেকে 1,77,500/- টাকা দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে প্রথমে Oration Test নেওয়া হবে। তারপরে যথাক্রমে Written Test এবং Simultaneous Interpretation Test নেওয়া হবে। সব শেষে Personal Interview নেওয়া হবে। চারটি রাউন্ডের পরে যোগ্য প্রার্থীদের লিস্ট বের করা হবে। সেই লিস্ট অনুসারে শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে এখানে। আবেদন করার জন্য https://loksabha.nic.in/ লিঙ্কটি ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে Recruitment অপশনে গিয়ে Apply Online অপশনটি ক্লিক করতে হবে।

এরপর আপনাকে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় নিজের বৈধ ই মেইল আইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে। সাথে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এরই সাথে, নিজের একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে।

আবেদনের সময়সীমা

3 এপ্রিল, 2023 তারিখের মধ্যে এখানে অনলাইনে আবেদন করে ফেলতে হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করার লিংক: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো নতুন চাকরি 👇👇