ভারতের ডাক বিভাগ (Indian Post Department) থেকে ১ লক্ষের বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ডাক বিভাগের বিভিন্ন ক্যাডারে এই নিয়োগ করানো হবে। এক্ষেত্রে বিভিন্ন পদ রয়েছে। একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে বিভাগ অনুযায়ী পদের নাম এবং শুন্যপদের বিন্যাস জানানো হয়েছে।
প্রথমেই জানায়, পশ্চিমবঙ্গ সহ ভারতের মোট ২৩ টি সার্কেল নিয়োগ করা হবে। কোনো কোনো পদের জন্য মাধ্যমিক পাশ, উচ্চচমাধ্যমিক পাশ এবং কোনো কোনো চাকরির জন্য কম্পিউটার কোর্স করা থাকতে হবে।
কয়েকদিন আগেই আমরা একটি প্রতিবেদনে ভারতের ডাক বিভাগে অনেক শূন্যপদে নিয়োগের আপডেট জানিয়েছিলাম। সেই অনুযায়ী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
Indian Post Department 1 lakh Recruitment
ডাক বিভাগের যেসমস্ত বিভাগে নিয়োগ করা হবেঃ
(1) মেল মোটর সার্ভিস (ম্যানেজার, সিনিয়র ম্যানেজার)
(2) পোষ্টাল সার্ভিস গ্রুপ-B
(3) অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পোষ্ট
(4) ডেপুটি ম্যানেজার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন MMS
(5) আর্টিসান ইন MMS
(6) স্টোর অফিসার/ টেকনিক্যাল সুপারভাইজার/ ডিসপ্যাচ রাইডার ইন MMS
(7) ইন্সপেক্টর পোষ্ট
(8) ডিপার্টমেন্টাল ক্যানটিন পোষ্ট
শূন্যপদঃ
ভারতের ২৩ টি সার্কেলে 1,00,000 (১ লক্ষ) এরও বেশি শূন্যপদে নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ এবং বেশ কিছু পোষ্টের জন্য কম্পিউটার সার্টিফিকেট থাকোতে হবে।
বয়সসীমাঃ
ভারতের ডাক বিভাগের এই চাকরির জন্য বয়স হতে হবে 18-32 বছর। সংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবে।
বিঃ দ্রঃ নিচের দেওয়া লিংকে ক্লিক করে ইন্ডিয়ান পোষ্ট ডিপার্টমেন্ট থেকে জারি করা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে শুন্যপদের বিন্যাস দেখে নিন।
আবারো জানিয়ে রাখি এই বিজ্ঞপ্তিটিতে শুন্যপদের বিষয়ে জানানো হয়েছে। এখোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। আশা করা যাচ্ছে, খুব শীঘ্র অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগে আবারো নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আর বিজ্ঞপ্তি জারি হলেই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে জানানো হবে।
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
🔥 চাকরির আরো আপডেট 👇👇
🎯 সরকারি ১০ লক্ষ শূন্যপদে চাকরির পরিকল্পনা বাস্তবায়ন
🎯 রাজ্যের কৃষি দপ্তরে কম্পিউটার অপারেটর নিয়োগ
🎯 LIC তে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগ