পোস্ট অফিস ডিপার্টমেন্টে চাকরি, 19 হাজার 900 টাকা থেকে মাসিক বেতন শুরু

indian post department recruitment

ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে সম্প্রতি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পোস্ট অফিস ডিপার্টমেন্টে পুনরায় গ্রুপ C স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগ করা হবে। আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন ফি লাগবেনা।

পোস্ট অফিস ডিপার্টমেন্টে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। ইতিমধ্যেই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

পোস্ট অফিস ডিপার্টমেন্টে চাকরির আবেদনের জন্য আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল।

indian post department recruitment

নোটিশ নম্বরঃ STA II-49/Driver/Recruitment/2021-22 

নোটিশ প্রকাশের তারিখঃ  10.06.2022

আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগের তথ্য (Post Details)

পদের নামঃ

স্টাফ কার ড্রাইভার (Staff Car Driver) 

বেতনঃ 

উক্ত পদের জন্য প্রতি মাসে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ 

উক্ত পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 56 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেনিরা বয়সের ছাড় পাবেন। 

শিক্ষাগত যোগ্যতাঃ

উক্ত পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে এবং মোটর মেশিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। আবেদনকারীর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 

এখানে মোট 10 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

নিয়োগ পদ্ধতিঃ
  • লিখিত পরীক্ষা।
  • ড্রাইভিং টেস্ট।
আবেদন পদ্ধতিঃ
  1. উক্ত পদের জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
  2. নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে।
  3. নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  4. উল্লেখিত নথিপত্রগুলো যোগ করতে হবে।
  5. শেষে সঠিক সময় নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
  1. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  2. বয়সের প্রমাণপত্র।
  3. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
  4. ড্রাইভিং লাইসেন্স।
  5. কাস্ট সার্টিফিকেট।
  6. অভিজ্ঞতার প্রমাণপত্র।
গুরুত্বপূর্ণ তারিখ 
নোটিশ প্রকাশ 10.06.2022
আবেদন শুরু 10.06.2022
আবেদন শেষ 11.07.2022 

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-