ডাক বিভাগে গ্রুপ-C পদে চাকরি, অষ্টম শ্রেণি পাশেও আবেদন করা যাবে

Indian Post Group C Skilled Artisans Recruitment

কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগ (Indian Post) এর তরফ থেকে গ্রুপ সি পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে একাধিক পদে বা ট্রেডে কর্মী নিয়োগ করা হবে। আবেদন জানাতে হবে অফলাইনে। আবেদন কিভাবে করতে হবে, কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে, শুন্যপদ কয়টি রয়েছে ইত্যাদি নিয়োগের তথ্য গুলি বিস্তারিত জেনে নিন। তারপর চাইলে আবেদন করুন। 

নোটিশ নং – DMS-8/Tech. Rectt/2023/56

নোটিশ প্রকাশ – 05.04.2023

যে পদে নিয়োগ হবে

স্কিলড আর্টিসান [ Skilled Artisans (General Central, Group-C Non-Gazetted, Non- Ministerial ]

ট্রেড অনুযায়ী শূন্যপদ

1) Mechanic (Motor Vehicle)

শূন্যপদ – 03 টি শূন্যপদ রয়েছে।

2) Motor Vehicle Electrician

শূন্যপদ – 02 টি শূন্যপদ রয়েছে।

3) Welder

শূন্যপদ – 01 টি শূন্যপদ রয়েছে।

4) Tyreman

শূন্যপদ – 01 টি শূন্যপদ রয়েছে।

5) Tinsmith

শূন্যপদ – 01 টি শূন্যপদ রয়েছে।

6) Painter

শূন্যপদ – 01 টি শূন্যপদ রয়েছে।

7) Blacksmith

শূন্যপদ – 01 টি শূন্যপদ রয়েছে।

মোট শূন্যপদ

সব মিলিয়ে এখানে মোট 10 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
অথবা,  অষ্টম শ্রেণী পাশের সাথে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

18 থেকে 30 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেনি অর্থাৎ SC, ST, OBC দের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। 

বেতন এর পরিমান

মাসিক 19,900 টাকা করে এখানে বেতন বাবদ দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

একটি লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে। পরীক্ষার সিলেবাস, তারিখ, সময় পরবর্তীতে জানানো হবে।

আবেদন পদ্ধতি

অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে (3 নং পাতায়) আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করার পর সঠিকভাবে ফিলাপ করতে হবে। ফর্মের সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে পোস্টের মাধ্যমে পাঠাতে হবে নীচের ঠিকানায়।

আবেদন পাঠানোর ঠিকানা

THE SENIOR MANAGER, MAIL MOTOR SERVICE, 134-A, SUDAM KALU AHIRE MARG, WORLI, MUMBAI-400018. 

আবেদনের সময়সীমা

এখানে 13/05/2023 তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির খবর 👇👇