1/12: ফের কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট (Indian Post)। চলতি বছরের জানুয়ারি মাসেই দেশ জুড়ে মোট 40 হাজার GDS পোস্টে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল পোস্ট অফিসের তরফে। সেই প্রক্রিয়া এখনও চলছে। এরই মধ্যে আরও বহু সংখ্যক পদে করা হবে কর্মী নিয়োগ, এমনটাই জল্পনা চলছে।
2/12: আসলে দেশের সমস্ত গ্রামীণ এলাকায় প্রতি পাঁচ কিলোমিটারের মধ্যে ব্যাঙ্কিং পরিষেবা নিশ্চিত করতে চায় দেশের ডাকবিভাগ। এর ফলে 13 হাজারেরও বেশি নতুন পদ তৈরি করার প্রয়োজন পড়বে।
3/12: দেশজুড়ে অনেকগুলি নতুন ব্রাঞ্চ পোস্ট অফিস ও অন্যান্য আনুসাঙ্গিক পরিকাঠামো তৈরি করতে প্রায় সাড়ে 88 কোটির বেশি টাকা খরচ হবে। তবে পোস্ট অফিসের এই পরিকল্পনাটি ইতিমধ্যেই বাস্তবায়িত করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রক সম্মতি দিয়েছে।
4/12: এই পরিকল্পনা অনুসারে দেশের বিভিন্ন জায়গায় মোট 5,746 টি নতুন ব্রাঞ্চ পোস্ট অফিস তৈরি হবে। ফলত সহজেই অনুমেয় যে আগামী দিনে দেশের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুরাহা হতে চলেছে। এরই সাথে দেশের সমস্ত গ্রামীণ এলাকায় ডাক ব্যবস্থাও মজবুত হবে।
5/12: ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, গ্রামের ব্যাঙ্কিং পরিষেবা আরও উন্নত এবং আধুনিক করতে নতুন করে 5 হাজার 764 টি গ্রামীণ ডাক সেবক বা ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদ তৈরি করা হবে। এই পদের জন্য 2 লক্ষ 10 হাজার টাকা বার্ষিক বেতন দেওয়া হবে।
6/12: সাথে আরও 7 হাজার 82 টি সহকারী গ্রামীণ ডাক সেবক বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদ তৈরি করা হবে। এই পদের জন্য বার্ষিক 1 লক্ষ 61 হাজার 100 টাকা করে বেতন দেওয়া হবে।
7/12: এছাড়াও নতুন করে তৈরি করা হবে 275 টি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, 120 টি মেইল ওভারসিয়ার ও 60 টি ইনসপেক্টরের পদ।
8/12: বর্তমানে সরকারি চাকরি পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। ক্রমাগত বিভিন্ন দফতরে বিভিন্ন পদের অবলুপ্তির কারণে সরকারি চাকরি পেতে গিয়ে নাজেহাল হয়ে পড়ছেন যুবক যুবতীরা। এমতাবস্থায়, কেন্দ্রীয় সরকারের অন্তর্গত এই ডাকবিভাগে নতুন পদ তৈরি হওয়ার ঘোষণা নিঃসন্দেহে ইতিবাচক।
9/12: এখন পোস্ট অফিসের ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে দেশের মানুষ নানান সরকারি পরিষেবা পাচ্ছেন। তবে এ কথাও ঠিক যে অপ্রতুল পরিকাঠামো এবং কর্মীর অভাব সংক্রান্ত সমস্যা রয়েছে এক্ষেত্রে।
10/12: গ্রামবাসীদের উন্নত এবং আধুনিক পরিষেবা দিতে গেলে নতুন করে কর্মী নিয়োগ, পরিকাঠামোগত উন্নয়ন ও দেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন ব্রাঞ্চ পোস্ট অফিস তৈরি করা আবশ্যিক ছিল। অর্থমন্ত্রণালয়ের সম্মতি ইতিমধ্যেই পেয়ে যাওয়ার কারণে এই প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
11/12: কয়েকমাস আগে ডাক বিভাগের তরফে দেশজুড়ে একটি সমীক্ষা চালানো হয় এবং তারপরেই নতুন ব্রাঞ্চ তৈরীর প্রস্তাব অর্থমন্ত্রকে জানানো হয়। গত ২২ মার্চ অর্থমন্ত্রকের অনুমোদন মিলেছে।
12/12: এই প্রসঙ্গে অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ওয়েস্টবেঙ্গল সার্কেলের সম্পাদক শুভ্রদ্বীপ চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, ‘পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে গ্রামীণ ভারতের মানুষকে প্রকৃত ব্যাঙ্কিং পরিষেবা দেওয়া সম্ভব। আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়েছিল। ডাক বিভাগের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।’
খুব শীঘ্রই ভারতীয় পোস্টের এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আমরা আপনাকে জানিয়ে দেবো। তাই নিয়মিত আমাদের ওয়েবসাইটে নিজেকে আপডেট রাখবেন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 এগুলিও পড়ুন 👇👇
- রাজ্যে ৩০ হাজারেরও বেশি বেকারের কর্মসংস্থান হবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে
- রাজ্যের সরকারি দফতরে আয়ুষ MO পদে চাকরি
- রাজ্যের গরীবদের জন্য সরকারি চাকরিতে বিশেষ সুবিধার জন্য নতুন নিয়ম