মাধ্যমিক পাশে ৩০ হাজার শূন্যপদে পোস্ট অফিসে বিরাট নিয়োগ, পরীক্ষা এবং ইন্টারভিউ ছাড়াই চাকরির সুযোগ

Indian Post office 30 thousand GDS recruitment notice 2023

কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ পোস্টের অধীনে, মাধ্যমিক পাশে ৩০ হাজার শূন্যপদে কর্মী পোস্ট অফিসে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এখানে। দেশের সমস্ত রাজ্য থেকেই এখানে আবেদন করা যাবে। তাই এই অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীরা এতে আবেদন করতে পারবে। 

কোন পদে নিয়োগ করা হবে, মোট শুন্যপদ কয়টি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, চাকরি করতে ইচ্ছুক ছেলে-মেয়েরা কিভাবে আবেদন করবে তা নিচের দেওয়া তথ্য থেকে ভালো করে জেনে ও বুঝে নিন, তারপর আবেদন করুন। 

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং – No.17-67/2023-CDS

নোটিশ প্রকাশের তারিখ – 31.07.2023

যে পদে নিয়োগ হবে

গ্রামীণ ডাক সেবক / Gramin Dak Sevaks (GDS)

  • বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার (ABPM) এবং ব্রাঞ্চ পোস্ট মাস্টার (BPM) এই দুই ধরণের পদে নিয়োগ হবে।

মোট শূন্যপদ

  • দেশের সমস্ত রাজ্য মিলিয়ে সর্বমোট 30,041 টি শূন্যপদে নিয়োগ হবে।
  • এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 2127 টি শূন্যপদ।

শিক্ষাগত যোগ্যতা

কেবলমাত্র মাধ্যমিক পাশ (Madhyamik Pass) হলেই এখানে আবেদন করা যাবে। প্রার্থীদের অবশ্যই কম্পিউটার এবং সাইকেল চালানোর দক্ষতার সাথে আঞ্চলিক ভাষায় দক্ষ হতে হবে।

বয়সসীমা

  • আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে।
  • তবে সরকারি নিয়ম অনুযায়ী OBC এবং SC, ST প্রার্থীদের ক্ষেত্রে যথাক্রমে 3 বছর এবং 5 বছরের ছাড় দেওয়া হবে।

বেতন এর পরিমান

  • BPM পদের জন্য মাসিক 12,000 – 29,380 টাকা বেতন দেওয়া হবে।
  • ABPM পদের জন্য মাসিক 10,000 – 24,470 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে https://indiapostgdsonIine.gov.in/ ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য দিয়ে, আবেদনপত্রের ফর্মটি সাবমিট করে দিতে হবে।

বিঃ দ্রঃ আবেদনকারীদের আবেদন করার সুবিধার জন্য আবেদন করার অফিসিয়াল লিংক আমরা নিচে দিয়েছি।ঐ লিংকে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন।

আবেদন ফি

  • মহিলা এবং SC / ST/ PwBD প্রার্থীদের জন্য কোনো আবেদন মূল্য নেই।
  • GEN / OBC / EWS পুরুষ প্রার্থীদের 100 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইনে আবেদন চলবে – 03.08.2023 থেকে 23.08.2023 তারিখ পর্যন্ত।
  • তথ্য এডিট উইন্ডো খোলা থাকবে – 24.08.2023 থেকে 26.08.2023 তারিখ পর্যন্ত।

বিঃ দ্রঃ নিচের লিংকে ক্লিক করে হুগলি জেলার সাব ডিভিশন ভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি গুলি একে একে ডাউনলোড করে বিস্তারিত আরো ভালো করে জেনে নিতে পারেন। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ শূন্যপদের বিবরনের লিস্ট: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 1500 টি শূন্যপদে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে CHO পদে চাকরি

👉 রাজ্যের রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D চাকরি, অষ্টম শ্রেনি পাশে নিয়োগ

👉 ২০২২-এর টেট পাশেদের নিয়োগ কবে? জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল

👉 রাজ্যে IISER তে গ্রুপ-A পদে চাকরি, তাড়াতাড়ি অনলাইনে আবেদন করুন

👉 IRCON এ অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

Previous articleরাজ্যে ফের অঙ্গনওয়াড়িতে চাকরি, নুন্যতম যোগ্যতাতে আবেদন শুরু হলো | WB New Anganwadi Recruitment 2023
Next articleকলেজে শুরু হচ্ছে চার বছরের অনার্স কোর্স! এই সমস্ত বাড়তি সুবিধা পাবে পড়ুয়ারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here