বিনামুল্যে ভারতীয় রেলে ট্রেনিং, মাধ্যমিক পাশে আবেদন করুন

indian railway apprentice recruitment

ভারতীয় রেলে (Indian Railway) অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যে চাকরিপ্রার্থীদের কাছে আবারও এক বড় সুযোগ। প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীরা প্রতিমাসে স্টাইপেন্ড পাবে। 

সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর আবেদন করতে পারবে। এখানে আবেদনের কোনো ফি নেই। সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। 

কোন কোন ট্রেডে প্রার্থী নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, বয়সসীমা সহ সমস্ত তথ্য নিচে আলোচনা করা হলো। 

indian railway apprentice recruitment

নোটিশ নম্বরঃ RRC/WR/01/2022 

নোটিশ প্রকাশের তারিখঃ 28.05.2022 

আবেদনের মাধ্যমঃ অনলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে। 

নিয়োগের তথ্য (Post Details)

যে সমস্ত ট্রেডে নিয়োগ হবেঃ

  1. ফিটার
  2. স্টেনোগ্রাফার
  3. ওয়েল্ডার
  4. টার্নার
  5. মেকানিস্ট
  6. কার্পেন্টার
  7. পেইন্টার
  8. ইলেকট্রিশিয়ান
  9. প্রোগ্রামিং এন্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট
  10. প্লাম্বার ইত্যাদি

স্টাইপেন্ডঃ নির্বাচিত প্রার্থীদের অ্যাপ্রেন্টিস নিয়োগের নিয়ম অনুসারে স্টাইপেন্ড দেওয়া হবে।

বয়সসীমাঃ এই অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে 27.06.2022 তারিখ হিসেবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতাঃ যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্তত 50 % নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে NCVT/SCVT  অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে আইটিআই (ITI)  সার্টিফিকেট থাকতে হবে।

প্রশিক্ষণের সময়কালঃ 1 বছর।

নিয়োগ পদ্ধতিঃ

মাধ্যমিক এবং আইটিআই (ITI) পরীক্ষার নম্বর উপর ভিত্তি করে প্রার্থীদের নির্বাচন করা হবে কোনোপ্রকার লিখিত পরীক্ষা বা ভাইবা টেস্ট হবে না।

আবেদন পদ্ধতিঃ
  1. আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
  2. নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
  3. আবেদন করার সময় বৈধ ইমেইল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে।
  4. আবেদনপত্র ভালো ভাবে পূরণ করতে হবে।
  5. আবেদনপত্র পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করতে হবে।
  6. এবং শেষে আবেদনপত্র সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ

আবেদন ফি 100 টাকা ধার্য করা হয়েছে। SC/ST/PWD এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না। প্রার্থীর আবেদন ফি জমা করতে পারেন অনলাইনের মাধ্যমে। যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদি।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
  1. দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি
  2. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
  3. আইটিআই (ITI) সার্টিফিকেট।
  4. কাস্ট সার্টিফিকেট।
  5. এছাড়াও প্রার্থী স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ 
নোটিশ প্রকাশ 01.06.2022
আবেদন শুরু 01.06.2022
আবেদন শেষ 21.06.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ আবেদন করার লিংকঃ Apply Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-