রেলের কোচ ফ্যাক্টরিতে চাকরি ২০২৩, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন চলছে

Indian Railway Coach Factory Recruitment 2023

সম্প্রতি রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, স্পোর্টস কোটায় প্রার্থীদের নিয়োগ করা হবে। চুক্তি ভিত্তিক নিয়োগটির মেয়াদ এক বছর। নির্বাচিত প্রার্থীদের পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে নিয়োগ দেওয়া হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 01/SPQ/2023-24

যে পদে নিয়োগ করা হবে

টেকনিশিয়ান III / Technician III  এবং জুনিয়র ক্লার্ক- কাম-টাইপিস্ট / Junior Clerk- cum-Typist

শূন্যপদ

এখানে দুই ধরণের পদ মিলিয়ে মোট 8 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের স্পোর্টস যোগ্যতা থাকতে হবে। এখানে Basket Ball (Men), Hockey (Men), Hockey (Women) এবং Wrestling Men (Free Style) এ পদক থাকতে হবে প্রার্থীদের। সাথে, টেকনিশিয়ান পদের জন্য মাধ্যমিক পাশ এবং ক্লার্ক পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ এবং কম্পিউটারে দক্ষ হতে হবে।

বয়সসীমা

01/01/2024 তারিখের হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।

মাসিক বেতন

Level-2 (G. P. 1900) হিসেবে প্রার্থীদের এখানে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অফলাইনে। অফলাইনে আবেদন করার জন্যে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। এর 6 নং পাতা থেকে আবেদনপত্রটি শুরু হয়েছে।

এটি প্রিন্ট করিয়ে প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করার সাথে সাথে নিজেদের পাসপোর্ট সাইজের ছবি এবং সাইন সঠিক জায়গায় করে ফর্মটিকে পাঠাতে হবে নীচের ঠিকানায়। সাথে দিতে হবে আবেদন মূল্য।

আবেদন মূল্য

500 টাকা Gen দের জন্য এবং 250 টাকা SC/ST/EWS/WOMEN/PWD দের জন্য।

আবেদন জমা দেওয়ার ঠিকানা

office of the General Manager (Personnel) Recruitment Cell, Rail Coach Factory, Kapurthala-144 602

অফলাইন আবেদনের ক্ষেত্রে যেসব নথি লাগবে

1. বয়সের প্রমাণ

2. স্পোর্টস সার্টিফিকেট

3. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ

আবেদনের সময়সীমা

অফলাইনে আবেদন শেষ হবে 20/09/2023 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 CMOH তে অনেকগুলি শূন্যপদে চাকরি, মাসিক বেতন 35 হাজার টাকা

👉 রাজ্যে হোস্টেলে গ্রুপ-D পদে কর্মী নিয়োগ, 31 আগস্ট অবধি আবেদন চলবে

👉 রাজ্যে পৌরসভায় অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

👉 স্টাফ সিলেকশন কমিশনে গ্রুপ-B পদে চাকরি, অনলাইনে আবেদন চলছে

👉 রাজ্যে পৌরসভায় MO পদে চাকরি, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

Previous articleরাজ্যে কো অপারেটিভ সার্ভিসে অ্যাকাউনটেন্ট পদে চাকরি, কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ
Next articleহিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে অনেকগুলি শূন্যপদে চাকরি, মাসিক বেতন 50 হাজার টাকা | HPCL Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here