কেন্দ্রীয় সরকারের আরো একটি নতুন চাকরির আপডেট আপনার সামনে হাজির। SEBI অর্থাৎ সেকুরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, এই চাকরির জন্য সবাই আবেদন করতে পারবে না। কেননা এতে আবেদন করতে হলে বিশেষ যোগ্যতার প্রয়োজন। তাই আপনি যদি এই চাকরির জন্য আবেদন করার ভাবেন, তাহলে অবশ্যই নিয়োগের বিস্তারিত জেনে তারপর আবেদন করবেন।
পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Assistant Manager, Grade-A)
বেতনঃ প্রতি মাসে 28,150 থেকে 55,600 টাকা
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 30 বছরের কম থাকতে হবে। 01 ডিসেম্বর 2021 তারিখ অনুযায়ী বয়সের হিসেব করতে হবে। ST, SC শ্রেনিরা 5 বছরের এবং OBC শ্রেনিরা 3 বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার ডিগ্রি থাকতে হবে। সেইসাথে আইনি ব্যাচেলর ডিগ্রি, ইলেকট্রনিক্স/ ইলেকট্রিকাল/ইনফর্মেশন টেকনোলজিতে ব্যচেলর ডিগ্রি বিভিন্ন যোগ্যতায় আবেদন করতে পারা যাবে। শিক্ষাগত যোগ্যতার বিষয় বিশদে জানতে অফিসিয়াল নোটিশটি নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করুন, নোটিশের ২ নম্বর পেজে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি দেওয়া আছে।
শুন্যপদঃ মোট 120 টি শুন্যপদ রয়েছে
নিয়োগ প্রক্রিয়াঃ
তিনটে ধাপে (Phase) নিয়োগ করা হবে-
Phase-1 অনলাইন স্ক্রিনিং এক্সাম- ১০০ নম্বর করে দুটো পেপার
Phase-2 অনলাইন এক্সাম- ১০০ নম্বর করে দুটো পেপার
Phase-3 ইন্টারভিউ
পরীক্ষার সেন্টারঃ
- Phase-1 পরীক্ষার সেন্টার রয়েছে পশ্চিমবঙ্গের কোলকাতা, আসানসোল, শিলিগুড়ি এবং কল্যানিতে।
- Phase-2 পরীক্ষার সেন্টার রয়েছে পশ্চিমবঙ্গের কোলকাতায়।
আবেদন প্রক্রিয়াঃ
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করা যাবে SEBI এর অফিসিয়াল ওয়েবসাইট (www.sebi.gov.in) থেকে। ইতিমধ্যে ৫ জানুয়ারি ২০২২ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যা চালু থাকবে ২৪ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। নিচের দেওয়া কয়েকটি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
(1) Application Registration
(2) Payment of Fees
(3) Uploading of Photograph
(4) Uploading of Signature, Left Thumb impression and Handwriting declaration
আবেদন ফিঃ
- UR/OBC/EWS শ্রেনিদের আবেদন ফি লাগবে 1000 টাকা
- SC/ST/PwBD শ্রেনিদের আবেদন ফি লাগবে 100 টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | ———— |
আবেদন শুরু | 05.01.2022 |
আবেদন শেষ | 24.01.2022 |
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
- অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে চাকরি
- কেন্দ্র সরকারের গ্রুপ-C চাকরি