ভারতীয় স্টিল অথরিটিতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

Indian Steel Authority Recruitment Notification 2023

Steel Authority of India Limited (SAIL) এর একটি ইউনিট হল Durgapur Steel Plant (DSP)। DSP মেন হসপিটালে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এবং স্পেশালিস্ট নিয়োগ করা হবে। এই নিয়োগটি চুক্তি ভিত্তিক হবে। প্রার্থীদের ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- DSP/PERS-NW/RECTT/CONT_DOC/2023/2806(det)

নোটিশ প্রকাশের তারিখ- 10.10.2023

যে পদে নিয়োগ করা হবে

1. GDMO (General Duties Medical Officer)

শূন্যপদ- 7 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- MBBS ডিগ্রি এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা- সর্বোচ্চ 69 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 90,000 টাকা বেতন দেওয়া হবে।

2. Specialists

শূন্যপদ- এখানে Obs. & Gynae., Surgery, Radiology, Orthopaedics, Chest, OHS বিভাগে শূন্যপদ রয়েছে। মোট শূন্যপদের সংখ্যা 8 টি।

যোগ্যতা- MBBS ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে PG করে থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 69 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক ডিপ্লোমা থাকলে মাসিক 1,20,000 টাকা এবং ডিগ্রি থাকলে 1,60,000 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে।

নিয়োগের সময়সীমা

1 বছরের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের 5 নং পাতা থেকে আবেদনপত্রটি শুরু হয়েছে।

সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে একটি পিডিএফ বানিয়ে নীচের মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠানোর মেল

[email protected]

আবেদনের সময়সীমা

30/10/2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 WBPSC এর মাধ্যমে মৎস্য দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ২৭ হাজার টাকা মাসিক বেতন

👉 রাজ্যের কলেজগুলিতে বাধ্যতামূলক হতে চলেছে ইন্টার্নশিপ! চাকরিমুখী করতে এই সিদ্ধান্ত

👉 গ্রুপ-সি DEO, MTS সহ বিভিন্ন পদে চাকরি, শীঘ্রই অনলাইনে আবেদন করুন

👉 ভারতীয় নেভিতে বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে

👉 জলবিদ্যুৎ উৎপাদনকারী সরকারি সংস্থা SJVN-এ চাকরি, ৪৫ হাজার টাকা মাসিক বেতন

Previous articleWBPSC এর মাধ্যমে মৎস্য দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ২৭ হাজার টাকা মাসিক বেতন
Next article9000 শূন্যপদে রেলে নতুন RPF কনস্টেবল নিয়োগ | Railway RPF Constable Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here