1/7: দেশের সমস্ত বড়ো শহরে অফিস থাকলেও রাজ্যে একটিও অফিস ছিল না দেশের অন্যতম জনপ্রিয় মাল্টি ন্যাশনাল কোম্পানি ইনফোসিসের। তবে এবার কলকাতায় অফিস খুলতে চলেছে ইনফোসিস (Infosys)।
2/7: সংস্থার তরফে, তাদের টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে, কলকাতায় শাখা খোলার জন্য প্রায় 200 কোটি টাকা লগ্নির চিন্তা ভাবনা করা হয়েছে ইনফোসিসের তরফে।
3/7: দিন কয়েক আগেই সংস্থার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করা হয়েছিল। সেই টুইটে লেখা ছিল – “কিছুদিন আগেই ‘ইনফোসিস’ এর তরফে ট্যুইট বার্তায় বলা হয়, ,‘আমরা কলকাতায় আসছি! খুব তাড়াতাড়ি আমাদের অফিসে স্বাগত জানাবো। চাকরির সুযোগের দিকে নজর রাখুন’।
4/7: এর পরেই বিভিন্ন সংবাদ সূত্র গুলি এই বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিতে উদ্যোগী হয়। জানা গিয়েছে, রাজারহাটের মানি কাসাডোনায় প্রায় 40 হাজার বর্গ ফুটের একটি অফিস ভাড়া নেওয়া হয়েছে সংস্থার তরফে।
5/7: প্রাথমিকভাবে প্রায় 300 থেকে 400 জনকে চাকরিতে নিয়োগ করা হবে সংস্থার তরফে। অতএব বলাই যায়, আইটি ইন্ডাস্ট্রিতে যারা নিজেদের কেরিয়ার শুরু করতে চান, তাদের জন্য এটি অবশ্যই একটি বড়ো সুযোগ হতে চলেছে।
6/7: দেশের অন্যতম পুরনো এবং জনপ্রিয় তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের সূচনা হয়েছিল ভারতীয় ব্যবসায়ী নারায়ণ মূর্তির হাত ধরে। তবে গত দুই-তিন বছর আগের থেকেই ইনফোসিসের কলকাতায় অফিস খোলার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে এবং মহামারী আবহে তা কার্যত অনেকটাই পিছিয়ে যায়।
7/7: এবার অবশ্য অপেক্ষার অবসান হতে চলেছে। সংস্থার তরফে টুইট করে করে কলকাতায় অফিস খোলার কথা ঘোষণা করা হয়েছে। তবে ঠিক কবে থেকে এখানে কাজ শুরু হবে, সেই নির্দিষ্ট সময়কাল যদিও এখনও জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, খুব শীঘ্রই এই বিষয়ে নিজেদের পরবর্তী ঘোষণা করবে সংস্থা।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।
এগুলিও পড়ুন 👇👇
- উচ্চমাধ্যমিক পাশে AIIMS-এ চাকরি
- রাজ্যের শিক্ষক নিয়োগে অ্যাকাডেমিক স্কোর বাতিলের সুপারিশ এসএসসির
- রাজ্যের DM অফিসে গ্রুপ-C ক্লারিকাল পোস্টে চাকরি