গোয়েন্দা দপ্তরে গ্রুপ-C পদে চাকরি, মাধ্যমিক পাশে প্রচুর কর্মী নিয়োগ | Intelligence Bureau Group C Recruitment 2022

Intelligence Bureau Group C Recruitment Notice 2022

গোয়েন্দা দপ্তরে গ্রুপ-C পদে চাকরি: কেন্দ্রীয় সরকারের অন্তর্গত মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর তরফ থেকে গোয়েন্দা দপ্তর অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau)-তে প্রচুর সংখ্যক শূন্যপদে গ্রুপ-সি (Group-C) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা থেকেই নারী পুরুষ নির্বিশেষে সকল ইচ্ছুক চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। সরাসরি অনলাইনের মাধ্যমে সকলেই আবেদন করতে পারবেন।

ইন্টেলিজেন্স ব্যুরো ভারতের গোয়েন্দা দপ্তরের এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক হলে নিচের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নিন। এই প্রতিবেদনে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 

Intelligence Bureau Group C Recruitment Notice 2022

Intelligence Bureau Group C Recruitment 2022

গোয়েন্দা দপ্তরে গ্রুপ-সি নিয়োগের তথ্য (Intelligence Bureau Group C Recruitment Details)

নিয়োগ সংস্থা (Recruitment Organization) স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)
পোষ্টের নাম (Post Name) সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ (MTS)
চাকরির ধরণ (Job type) স্থায়ী সরকারি চাকরি (Permanent Govt. Job)
মোট শূণ্যপদ (Total Vacancy) 1671
বেতন (Salary) 18,000 থেকে 69,100 টাকা
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) www.mha.gov.in
আবেদনের মাধ্যম (Application Mode) অনলাইন (Online)

নোটিশ নম্বরঃ CBC-19116/11/0002/2223

আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

(1) পদের নামঃ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভ (Security Assistant / Executive)

বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ 25.11.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 1521 টি।

(2) পদের নামঃ মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Officer) 

বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের পে লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ 25.11.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 150 টি।

শিক্ষাগত যোগ্যতা (Intelligence Bureau Group C Recruitment Educational Qualification)

উপরিউক্ত দুটি পদের ক্ষেত্রে আবেদন প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ (Madhyamik Pass) করে থাকতে হবে এবং লোকাল স্থানীয় ভাষা (Local language) সম্পর্কে দক্ষ থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি (Intelligence Bureau Group C Recruitment Process)

  • আবেদনকারী প্রার্থীদের সবার প্রথমে অনলাইন এক্সাম নেওয়া হবে। অনলাইন এক্সামে উত্তীর্ণ প্রার্থীদের অফলাইন এক্সাম নেওয়া হবে। তারপরে পার্সোনাল ইন্টারভিউ টেস্টের মাধ্যমে উপযুক্ত প্রার্থীদের নিয়োগ করা হবে।
  • অনলাইন এক্সামের ক্ষেত্রে পরীক্ষার পূর্ণমান 100 নম্বর এবং সময় থাকবে 1 ঘন্টা।
  • প্রশ্নের ধরন হবে MCQ প্রকৃতির।

আবেদন পদ্ধতি (Intelligence Bureau Group C Recruitment Application Process

এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এর জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইটে সবার প্রথমে নিজের নাম ও প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশনের পর লগইন করে আবেদন পত্রটিকে যথাযথভাবে পূরণ করতে হবে।

আবেদনপত্র পূরণ করার সময় সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি ও পরীক্ষার ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট (Final Submit) করতে হবে।

আবেদন ফি (Intelligence Bureau Group C Recruitment Application Fee)

এক্সামিনেশন ফি এবং রিক্রূটমেন্ট প্রসেসিং ফি বাবদ আবেদন করার জন্য মোট টাকা পে করতে হবে। Debit Cards (RuPay/Visa/ MasterCard/Maestro), Credit Cards, Internet Banking, UPI, SBI challan ইত্যাদির মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।

আবেদন শেষ – 25.11.2022

Important Links:  👇👇

কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন- Click Here

✅ Telegram Channel: Click Here

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 অফিসিয়াল নোটিশঃ Download

আবেদন করার লিংকঃ Apply Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 মাসিক ১৫ হাজার টাকা বেতনে মহিলাদের জন্য চাকরি

🎯 ITBP গ্রুপ-সি পদে চাকরি

🎯 কল্যাণী বিশ্ববিদ্যালয়ে চাকরির নোটিশ