চলতি বছর থেকেই জাতীয় শিক্ষা নীতির আওতায় কলেজের স্নাতক স্তরে পড়ুয়াদের ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। দিন কয়েক আগেই এই সম্পর্কিত একটি গাইডলাইনও প্রকাশ করা হয়েছে।
ওই গাইডলাইনে বলা আছে, পড়ুয়াদের ক্রেডিট পয়েন্ট দেওয়া হবে ইন্টার্নশিপের জন্য । অর্থাৎ, এই ইন্টার্নশিপের সঙ্গে তাঁদের স্নাতকের মোট নম্বর এখন সরাসরি সম্পর্কিত। এই জাতীয় শিক্ষা নীতিতে প্রথম থেকেই গবেষণা ও ইন্টার্নশিপের ওপর জোর দেওয়া হয়েছিল।
প্রকাশিত নয়া গাইডলাইনে ইউজিসি জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তরে প্রতিটি পড়ুয়াকে নূন্যতম 60 থেকে 120 ঘণ্টার ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। ইন্টার্নশিপের জন্য পড়ুয়াদের মোট ক্রেডিটের 2 থেকে 4 টি ক্রেডিট বরাদ্দ থাকতে পারে।
গাইডলাইনে বলা হয়েছে, তিন বছরের জেনারেল স্নাতক কোর্সের পড়ুয়াদের চতুর্থ সেমেস্টার শেষ করার পরেই ইন্টার্নশিপ করতে হবে। অন্যদিকে, যেসব পড়ুয়ারা 4 বছরের স্নাতক কোর্স করছেন, তাদের অষ্টম সেমেস্টারে ইন্টার্নশিপ করতে হবে।
ওই গাইডলাইনে জানানো হয়েছে, প্রথম থেকেই গবেষণামূলক মানসিকতা তৈরি করতে হবে পড়ুয়াদের মধ্যে। এর জন্য ‘গবেষণা ক্ষমতা বৃদ্ধির’ কোর্সে যোগদান করতে বলা হয়েছে পড়ুয়াদের।
এরই সাথে, কলেজ চলাকালীন গবেষণামূলক ইন্টার্নশিপ প্রোজেক্টে যোগ দেবার কথাও বলা হয়েছে। পড়ুয়ারা নিজের ইচ্ছা মতো যে কোনো সরকারি সংস্থা, প্রাইভেট সংস্থা, এনজিও, ব্যবসায়িক সংস্থা, স্থানীয় কোনও সংস্থা, শিল্পকলার সঙ্গে যুক্ত সংস্থর সঙ্গে ইন্টার্নশিপ করতে পারবেন।
তবে গবেষণামূলক ইন্টার্নশিপের ক্ষেত্রে অবশ্য ইউজিসি, পড়ুয়াদের দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অথবা জাতীয় বা আন্তর্জাতিক স্তরের সংস্থায় যোগদান করার পরামর্শ দিয়েছে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ভারতীয় নেভিতে বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
👉 জলবিদ্যুৎ উৎপাদনকারী সরকারি সংস্থা SJVN-এ চাকরি, ৪৫ হাজার টাকা মাসিক বেতন
👉 আসাম রাইফেলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো! আবেদন পদ্ধতি, শূন্যপদ সম্পর্কে বিস্তারিত জানুন
👉 রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে SLST পরীক্ষায় বিরাট পরিবর্তন, এইভাবে করা হবে নিয়োগ
👉 কলকাতা ইউনিভার্সিটিতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে