IRCON ইন্টারন্যাশনাল লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট উভয়েই আবেদন করতে পারবেন। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, বিস্তারিত জানতে এটি শেষ অবধি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 17/2023
নোটিশ প্রকাশের তারিখ- 13/10/2023
যে পদে নিয়োগ হবে
1. JGM/Electrical
শূন্যপদ- এখানে 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানকার পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে B.Teh পাশ করে থাকতে হবে। সাথে 13 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম- মাসিক 80,000 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।
2. DGM/Electrical
শূন্যপদ- এখানে 6 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানকার পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে B.Teh পাশ করে থাকতে হবে। সাথে 9 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম- মাসিক 70,000 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।
3. ম্যানেজার / Manager / OHE
শূন্যপদ- এখানে 6 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানকার পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে B.Teh পাশ করে থাকতে হবে। সাথে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম- মাসিক 60,000 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।
4. ম্যানেজার / Manager/S&T
শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানকার পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের Electrical/Electronics/Electrical & Electronics/Electronics & Communication / Electronics & Instrumentation ইঞ্জিনিয়ারিং নিয়ে B.Teh পাশ করে থাকতে হবে। সাথে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম- মাসিক 60,000 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।
বয়সসীমা- উপরের পদগুলির জন্য সর্বোচ্চ 50 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
5. ওয়ার্কস ইঞ্জিনিয়ার / Works Engineer
শূন্যপদ- এখানে 4 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানকার পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে B.Teh পাশ করে থাকতে হবে। সাথে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- 30 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 36,000 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।
6. সাইট সুপারভাইজার / Site Supervisor
শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানকার পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। সাথে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- 25 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 25,000 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি
ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে এখানে।
আবেদন পদ্ধতি
এখানে আলাদা করে আবেদন করতে হবে না। অফিসিয়াল আবেদন পত্রের ফর্মটি অফিসিয়াল নোটিশের নীচে দেওয়া আছে। সেটির প্রিন্ট আউট নিয়ে পূরণ করে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে প্রার্থীদের।
ইন্টারভিউয়ের তথ্য
Manager/OHE, Manager/S&T পদের জন্য 7/11 তারিখের সকাল 9.30 টা এবং WE/Elect, Site Supervisor পদের জন্য 8/11 তারিখের সকাল 9.30 টা থেকে ইন্টারভিউ নেওয়া হবে।
ইন্টারভিউ নেওয়া হবে
Alipurduar, West Bengal
Ircon International Ltd.
RE Project, Alipurduar 1st Floor, House of Sujit Kumar Sarkar, Above Honda Showroom, Ward No 14,
Santi Nagar, Alipurduar ,West Bengal-736121 এ।
অন্যদিকে, 1 , 2 এবং 3 নং পদের জন্য, 20/11/2023, 21/11/2023 এবং 23/11/2023 তারিখের সকাল 9.30 থেকে ইন্টারভিউ শুরু হবে।
ইন্টারভিউ নেওয়া হবে
Corporate Office
Ircon International Ltd.
C-4, District Centre , Saket,
New Delhi, 110017
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি
👉 UPSC এর মাধ্যমে অনেকগুলি পদে চাকরি! শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 হিন্দুস্থান সল্ট লিমিটেডে অনেকগুলি পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
👉 WBPSC এর মাধ্যমে SC, ST, OBC দপ্তরে চাকরি! মাসিক বেতন,আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন