ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)-এর হলদিয়া বিভাগের তরফে শতাধিক পদে কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যারা আবেদন করবেন তাঁরা কেন্দ্রীয় হারে মোটা মাসিক বেতনসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। এটি নিঃসন্দেহে একটি বড়ো সুখবর প্রার্থীদের কাছে। এই চাকরির বিস্তারিত তথ্য বিশেষ করে পদ্গুলির নাম, শুন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া সব কিছুই আজকে নিচে পরপর জানতে পারবেন।
যেসব পদে নিয়োগ হবে
(1) এক্সিকিউটিভ লেভেল-১ (Executive Level L1)
(2) এক্সিকিউটিভ লেভেল-২ (Executive Level L2)
মোট শূন্যপদের সংখ্যা
এখানে-
(1) Executive Level L1 এ মোট 96 টি শূন্যপদ আছে।
(2) Executive Level L2 এ মোট10 টি শূন্যপদ আছে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদনের জন্য যে যোগ্যতা চাওয়া হয়েছে, তা হল-
(1) Executive Level L1-
এই পদের জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Mechanical Engineering, Electrical Engineering, Civil Engineering, Instrumentation Engineering এ B.E. বা B.Tech পাশ করে থাকতে হবে।
অথবা, Mechanical, Electrical, Civil বা Instrumentation এ Diploma করে থাকতে হবে। সেইসাথে থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে 10 বছরের কাজের অভিজ্ঞতা।
(2) Executive Level L2-
এখানে আবেদন করার জন্য প্রার্থীকে Mechanical Engineering এ B.E. বা B.Tech পাশ করে থাকতে হবে।
অথবা, Mechanical এ Diploma করে থাকতে হবে। পাশাপাশি, থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে 15 বছরের কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা
(1) Executive Level L1- এই পদে আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে 35 বছর।
(2) Executive Level L2- এই পদে আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে 45 বছর।
মাসিক বেতনের পরিমান
(1) Executive Level L1- এই পদের জন্য কর্মীরা বার্ষিক 12 লাখ টাকা পাবেন।
(2) Executive Level L2- এই পদের জন্য কর্মীরা বার্ষিক 16 লাখ টাকা পাবেন।
নিয়োগ পদ্ধতি
শুধুমাত্র ইন্টারভিউ নিয়ে এখানে চাকরি দেওয়া হবে।
নিয়োগের স্থান
ইন্ডিয়ান অয়েলের: Arauni Refinery, Bihar Panipat Refinery & Petrochemical Complex, Haryana অথবা Digboi Refinery, Assam এর অফিসে নিয়োগ করা হবে কর্মীদের।
আবেদনের সময়সীমা
এখানে 22.03.2023 তারিখের মধ্যে আবেদন করে ফেলতে হবে প্রার্থীদের। আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে 28.02.2023 তারিখ থেকে।
অনলাইন আবেদন ফি
জেনারেল, ওবিসি এবং EWS প্রার্থীদের জন্য 300/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য কোনরকম আবেদন মূল্য রাখা হয় নি।
আবেদন প্রক্রিয়া
এখানে কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইটটি (https://iocl.com/) ভিজিট করে, সেখানে নিয়োগের বিভাগে গিয়ে আবেদন ফর্মে নিজের যাবতীয় তথ্য এবং ডকুমেন্ট গুলি স্ক্যান করে আপলোড করে দিতে হবে।
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার লিংক: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
আরো চাকরির আপডেট 👇👇
💡 মাধ্যমিক পাশে আসাম রাইফেলে নিয়োগ ২০২৩
💡 67 হাজার টাকা বেতনে রাম মনোহর হসপিটালে চাকরি
💡 ভারতে বরিবারেই কেন ছুটি থাকে? না জানলে জানুন