চাকরির সন্ধানীদের জন্য আবার নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হলো। ইন্ডিয়ান পোস্ট অফিস দপ্তর বা ভারতের ডাক বিভাগ (Indian Post Department) এর তরফ থেকে নতুন এক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হল। IPPB অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে বিভিন্ন স্কেলে এবং বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে মিডিল ম্যানেজমেন্ট গ্রেড, সিনিয়র ম্যানেজমেন্ট গ্রেড, টপ ইউ এক্সিকিউটিভ গ্রেড সহ বিভিন্ন গ্রেড স্কেলে কর্মী নিয়োগ করা হবে। এখানে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সকল প্রার্থীরা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতায় আবেদনের সুযোগ পাবেন।
চলুন আর বেশি সময় নষ্ট না করে আমরা এই নিয়োগ সম্পর্কে জেনে নেই বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য যেমন আবেদন কিভাবে করব, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বেতন কত দেওয়া হবে, মোট কটা শূন্যপদে নিয়োগ করা হবে ইত্যাদি যাবতীয় তথ্য।
IPPB Various Scale Recruitment 2022
নোটিশ নম্বরঃ IPPB/HR/CO/RECT./2022-23/02
নোটিশ প্রকাশের তারিখঃ 10.09.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ সিনিয়র ম্যানেজার (Senior Manager)
বেতনঃ এই পদের জন্য মিডিল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 3 অনুযায়ী প্রতিমাসে 63,840 থেকে 78,230 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে এবং ফাইনাল বা কমার্স বিষয়ের পোস্ট গ্রেজুয়েশন পাস করে থাকতে হবে। অবশ্যই CAIIB সার্টিফিকেট থাকতে হবে এবং কমপক্ষে 6 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 01.09.2022 তারিখ অনুযায়ী 26 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(2) পদের নামঃ ম্যানেজার ( Manager)
বেতনঃ এই পদের জন্য মিডিল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2 অনুযায়ী প্রতিমাসে 48,170 থেকে 69,810 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে এবং ফাইনাল বা কমার্স বিষয়ের পোস্ট গ্রেজুয়েশন পাস করে থাকতে হবে। কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 01.09.2022 তারিখ অনুযায়ী 23 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(3) পদের নামঃ চিফ ম্যানেজার (Chief Manager)
বেতনঃ এই পদের জন্য মিডিল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 4 অনুযায়ী প্রতিমাসে 76,010 থেকে 89,890 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সাইন্সে ব্যাচেলরস ডিগ্রি থাকতে হবে। অবশ্যই PMP সার্টিফিকেট থাকতে হবে এবং কমপক্ষে 9 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 01.09.2022 তারিখ অনুযায়ী 29 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 4 টি।
(4) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (Assistant General Manager)
বেতনঃ এই পদের জন্য মিডিল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 5 অনুযায়ী প্রতিমাসে 89,890 থেকে 1,00,350 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি কিম্বা ইনফরমেশন টেকনোলজি কিংবা কম্পিউটার সাইন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে ব্যাচেলরস ডিগ্রি থাকতে হবে। এছাড়াও 12 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 01.09.2022 তারিখ অনুযায়ী 23 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 3 টি।
(5) পদের নামঃ ডেপুটি জেনারেল ম্যানেজার (Depuy General Manager)
বেতনঃ এই পদের জন্য মিডিল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 6 অনুযায়ী প্রতিমাসে 1,04,240 টাকা থেকে 1,29,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো ICAI দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চ্যাটারড একাউন্টেন্ট পাশ করে থাকতে হবে এবং CIIB সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 15 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 01.09.2022 তারিখ অনুযায়ী 35 থেকে 55 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
নিয়োগ পদ্ধতিঃ
পোস্ট ডিপার্টমেন্টের অন্তর্গত এই সমস্ত পদগুলিতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর, কাজের অভিজ্ঞতা, অনলাইন কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ দ্বারা নির্বাচন করা হবে।
আবেদন পদ্ধতিঃ
- বিজ্ঞপ্তি অনুসারে জানা যায় যে এই সমস্ত পদগুলিতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- আপনাদের সুবিধার্থে নিচে আবেদন করার লিংকটি দেওয়া হলো। সেখান থেকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- সবার প্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর বা বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে পুনরায় নিজের দেওয়া আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনপত্রটি পেয়ে যাবেন।
- এরপরে নির্দিষ্ট পদ অনুযায়ী আবেদন পত্রটিকে পূরণ করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি জমা করতে হবে এবং ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে 750 টাকা এবং SC/ST/OBC ক্যাটাগরীর প্রার্থীদের জন্য 150 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 10.09.2022 |
আবেদন শুরু | 10.09.2022 |
আবেদন শেষ | 24.09.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 গ্রুপ-C আপার ডিভিশন ক্লার্ক, DEO, স্টোর কিপার ইত্যাদি পদে চাকরি