ইন্সটিটিউট অফ প্লাজমা রিসার্চে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) নিয়োগ করা হবে। The Institute for Plasma Research (IPR) এর পক্ষ থেকে শুন্যপদ সংক্রান্ত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে।
প্রথমেই জানিয়ে রাখি, এই সংস্থাটি ভারত সরকারের মাধ্যমে পরিচালিত হয়। তাই আমরা এটিকে কেন্দ্র সরকারের চাকরি বলতেই পারি। আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে নিয়োগের বাকী সমস্ত তথ্যগুলি এইবার আমরা বিস্তারে আলোচনা করবো।
নোটিশ নম্বরঃ 02/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 07.04.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff- MTS)
মাসিক বেতনঃ 18,000 টাকা+ মাসিক HRA
বয়সসীমাঃ এই পদে চাকরি করার জন্য আবেদনকারী প্রার্থীর বয়স 30 বছরের কম হতে হবে। SC / ST / OBC / Ex-servicemen শ্রেনিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিভাগে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
শুন্যপদঃ 31 টি
নিয়োগের ধরনঃ ২ বছরের জন্য কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রয়োজনে কাজের সময়সীমা ১ বছর বাড়ানো হতে পারে।
নিয়োগ প্রক্রিয়াঃ লিখিত পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষা সিলেবাসঃ
Sl. No. | বিষয় |
1. | General Knowledge |
2.. | General Awareness |
3. | Elementary Mathematics/Numerical |
4. | Computer & Reasoning |
আবেদন প্রক্রিয়াঃ
অনলাইন প্রক্রিয়ায় The Institute for Plasma Research (IPR) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন করার লিংক প্রতিদিনকার মতো আজকেও নিচে দেওয়া রয়েছে। ঐ লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করা যাবে।
আবেদন করার সময় আবেদনকারীকে তার দরকারি কিছু ডকুমেন্ট স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে তা অফিসিয়াল নোটিশের চার নম্বর পেজে লেখা রয়েছে। অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে।
আবেদন ফিঃ
General/OBC | 200 টাকা |
SC/ST/Female/PwBD/ EWS/ Ex-Serviceman | শুন্য |
অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 07.04.2022 |
আবেদন শুরু | 07.04.2022 |
আবেদন শেষ | 30.04.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- রাজ্যের জলদপ্তরে কর্মী নিয়োগ
- অনেকগুলি পদে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ
- লোয়ার ডিভিশন ক্লার্ক পদে চাকরি