IRCON এ অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

IRCON Apprentices Recruitment 2023

IRCON ইন্টারন্যাশনাল লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। এখানে ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট উভয়েই আবেদন করতে পারবেন। এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, বিস্তারিত জানতে এটি শেষ অবধি পড়ুন।

নোটিশ নং- A01/2023

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ হবে

1. গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস / Graduate Apprentices:

শূন্যপদ- এখানে বিভিন্ন ট্রেডে বিভিন্ন সংখ্যক শূন্যপদ রয়েছে, যা নিম্নরূপ:
Electrical – 4 টি, Civil – 13 টি, এবং S&T – 8 টি শূন্যপদ রয়েছে। সর্বমোট শূন্যপদ রয়েছে 25 টি।

যোগ্যতা- এখানকার পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয় নিয়ে B.Teh পাশ করে থাকতে হবে।

বেতনক্রম- মাসিক 10,000 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।

2. ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস / Technician (DIPLOMA) Apprentice

শূন্যপদ- এখানে বিভিন্ন ট্রেডে বিভিন্ন সংখ্যক শূন্যপদ রয়েছে, যা নিম্নরূপ:
Electrical – 2 টি, Civil – 9 টি, এবং S&T -2 টি শূন্যপদ রয়েছে। সর্বমোট শূন্যপদ রয়েছে 13 টি।

যোগ্যতা- এখানকার পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয় নিয়ে ITI ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

বেতনক্রম- এই পদের জন্য প্রার্থীদের মাসিক টাকা 8,500 টাকা বৃত্তি বাবদ দেওয়া হবে।

বয়সসীমা- দুই ধরনের পদের জন্যই 18 থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

শেষ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে এখানে।

নিয়োগের সময়সীমা

এক বছরের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা পদের জন্য, এখানে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.mhrdnats.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করবেন। এ্রর পরে প্রার্থীরা “Bharat Petroleum Corporation Ltd, Mumbai Refinery” অপশনে গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে ফর্মটি সাবমিট করে দিতে হবে। এর পরে নীচের ঠিকানায় ভরতি করা ফর্মটি পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠাবার ঠিকানা

CGM/Fin & HRM
IRCON INTERNATIONAL
LIMITED,
C- 4, District Centre,
Saket, New Delhi-110017

আবেদনের তারিখ

এখানে অনলাইন আবেদনের শেষ দিন 15/08/2023 তারিখ।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন 25/08/2023 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যের বেসরকারি স্কুল গুলির জন্য নতুন নিয়ম আনল সরকার!

👉 রাজ্যে SDO অফিসে আশা কোঅর্ডিনেটর পদে চাকরি

👉 CIL এ অনেকগুলি পদে চাকরি

👉 IBPS তে 3049 টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

👉 রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে নতুন নিয়ম শুরু হলো

Previous articleB.Ed Vs D.El.Ed: প্রাইমারি শিক্ষক নিয়োগ থেকে বাদ B.Ed পাশেরা, সুপ্রিম কোর্টের রায়ে খুশি D.El.Ed পাশেরা
Next articleস্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে CHO পদে চাকরি, মোট শূন্যপদ 1500 টি | West Bengal Family and Health Welfare CHO Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here