ভারতের রেল মন্ত্রকের অধীনে পরিচালিত ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারা দেশের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হবে অনলাইনে। নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
নোটিশ নং – IRCON/HRM/DEPU/ELECT./99653/3 Pt.VI/
নোটিশ প্রকাশ – 15/05/2023
যে পদে নিয়োগ হবে
চিফ জেনারেল ম্যানেজার / Chief General Manager (Electrical)
শূন্যপদ
এখানে মোট 4 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
SAG/NFSAG স্কেলে পূর্ব কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা
সর্বোচ্চ 58 বছর বয়স অবধি এখানে আবেদন করা যাবে।
বেতনক্রম
মাসিক 144200-218200 টাকা প্রার্থীদের বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
ডেপুটেশনের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের।
নিয়োগের সময়সীমা
নূন্যতম 3 বছর এবং সর্বোচ্চ 5 বছর অবধি এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের।
নিয়োগ স্থান
নির্বাচিত প্রার্থীদের Jammu / Sangaldan (J&K), Siliguri (West Bengal), Tinsukia (Assam) and Jodhpur (Rajasthan) এ পোস্টিং দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। এখানে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য, নোটিশের 6 নং পাতায় থাকা আবেদনপত্র টি ফিলাপ করে তার সাথে, প্রার্থীদের সিভি এবং প্রয়োজনীয় নথিপত্রসহ একটি সিঙ্গেল পিডিএফ তৈরি করে সেটি ইমেল করতে হবে নীচের ইমেল আইডিতে।
আবেদন পাঠাবার ইমেল আইডি
আবেদনের সময়সীমা
এক্ষেত্রে আবেদনের শেষ দিন হচ্ছে 14/06/2023 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- রাজ্যের পৌরসভায় RMO পদে চাকরি
- উচ্চ মাধ্যমিক পাশে মিউজিয়ামে চাকরি
- UDC ক্লার্ক সহ বিভিন্ন পদে চাকরি
- কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৩ প্রশ্নপত্র ডাউনলোড