ইন্ডিয়ান রেলের IRCTC-তে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন চলছে | IRCTC Recruitment Notice 2023

IRCTC Recruitment Notice 2023

ইন্ডিয়ান রেলের IRCTC অর্থাৎ Indian Railway Catering and Tourism Corporation তে ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যসহ দেশের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। এই নিয়োগটি চুক্তির ভিত্তিতে হবে। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নোটিশ নং – 2023/IRCTC/EZ/HRD/Apprentices

নোটিশ প্রকাশ – 13.06.2023

যে পদে নিয়োগ হবে

কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (COPA) / Computer  Operator and Programming Assistant (COPA)

শূন্যপদ

25 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে, কম্পিউটার বিষয়ে ITI ডিপ্লোমা করে থাকতে হবে।

বয়সসীমা

15 থেকে 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম

যোগ্যতা অনুসারে মাসিক 6000 অথবা 7000 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে। কোনো লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউ নেওয়া হবে না।

নিয়োগ স্থান

কলকাতা Zone এর যে কোনো স্থানে পোস্টিং দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগের সময়সীমা

মোট 12 মাসের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করে সাবমিট করতে হবে। সাথে পাসপোর্ট সাইজের ছবি, সাইন এবং যথাযথ নথি এবং ITI সার্টিফিকেট আপলোড করতে হবে।

আবেদনের সময়সীমা

29 জুন, 2023 এখানে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleদক্ষিণ-মধ্য রেলে বিভিন্ন পদে চাকরি, 30 জুন পর্যন্ত আবেদন চলবে | South-Central Railway Recruitment
Next articleরাজ্যের BITM মিউজিয়ামে নিয়োগ, গ্রুপ-C অফিস অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্টে চাকরি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here